ভারতের রাজ্যগুলির পুনর্গঠন

11. কাশ্মীর ভারতের সাথে সংযুক্ত হয়-
(A) অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে
(B) পুলিশি পদক্ষেপের মাধ্যমে
(C) গণভোটের মাধ্যমে
(D) All of the above

Ans-(A) অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে

12. 1947 সালের ভারতীয় স্বাধীনতা আইন অনুসারে দেশীয় রাজ্যসমূহকে যেসব বিকল্প প্রস্তাব দেওয়া হয়, সেগুলি হলো-
(A) ভারত রাষ্ট্রের সঙ্গে যোগদান
(B) নবগঠিত পাকিস্তানের সঙ্গে যোগদান
(C) স্বাধীন রাজ্যরূপে থাকা
(D) উপরের সবগুলিই সঠিক
Ans-(D) উপরের সবগুলিই সঠিক

13. কার নেতৃত্বে দেশীয় রাজয়গুলির সংযুক্তিকরণ সম্ভব হয়েছিল?
(A) মৌলালা আবুল কালাম আজাদের নেতৃত্বে
(B) সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে
(C) পন্ডিত জওহরলাল নেহেরুর নেতৃত্বে
(D) মহাত্মা গান্ধীর নেতৃত্বে
Ans-(B) সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে

14. 1953 সালের ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি পুনর্বিবেচনার জন্য গঠিত রাজ্য পুনর্গঠন কমিশনের নেতৃত্বে কে ছিলেন?
(A) ফজল আলি
(B) কে.এম. পানিক্কর
(C) এস.কে. ধর
(D) এইচ.এন. কুঞ্জরু
Ans-(A) ফজল আলি
(1953 সালের 22 শে ডিসেম্বর তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহেরু রাজ্য পুনর্গঠনের বিষয়টি বিবেচনার উদ্দেশ্যে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেন।সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ফজল আলি ঐ কমিশনের সভাপতিত্ব করেন এবং হৃদয়নাথ কুঞ্জরু ও কে.এম. পানিক্কর সদস্যরূপে নিযুক্ত হন।
* 1955 সালের 30 শে সেপ্টেম্বর এই কমিশন কেন্দ্রীয় সরকারের কাছে তাদের প্রতিবেদন পেশ করে।কমিশনের রিপোর্টে ‘ক’, ‘খ’, ‘গ’ এবং ‘ঘ’ শ্রেণীভুক্ত রাজ্যগুলির বিলোপ ঘটিয়ে 16টি ভারতীয় রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের সুপারিশ করে)।

15. নীচের কোনটি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়?
(A) পুদুচেরি
(B) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
(C) দিল্লী
(D) ত্রিপুরা
Ans-(D) ত্রিপুরা

16. বর্তমানে ভারত ইউনিয়নের অন্তর্ভুক্ত রাজ্যের সংখ্যা কত?
(A) 26টি
(B) 27টি
(C) 28টি
(D) 29টি
Ans-(D) 29টি

17. ভারতে দীর্ঘ আন্দোলনের পর সৃষ্ট প্রথম ভাষা ভিত্তিক রাজ্যের নাম কি?
(A) কর্ণাটক
(B) তেলেঙ্গানা
(C) আসাম
(D) অন্ধ্রপ্রদেশ
Ans-(D) অন্ধ্রপ্রদেশ
(1953 সালে মাদ্রাজ ভেঙে অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়)।

18. 1956 সালের রাজ্য পুনর্গঠন আইন অনুসারে সমগ্র দেশকে বিভক্ত করা হয়-
(A) 28টি রাজ্য এবং 9টি কেন্দ্রশাসিত অঞ্চলে
(B) 14টি রাজ্য এবং 5টি কেন্দ্রশাসিত অঞ্চলে
(C) 29টি রাজ্য এবং 7টি কেন্দ্রশাসিত অঞ্চলে
(D) 16টি রাজ্য এবং 7টি কেন্দ্রশাসিত অঞ্চলে
Ans-(B) 14টি রাজ্য এবং 5টি কেন্দ্রশাসিত অঞ্চলে

19. সংবিধানের 1 নং ধারায় ভারত রাষ্ট্রের প্রকৃতিকে যেভাবে বর্ণনা করা হয়েছে-
(A) যুক্তরাষ্ট্র
(B) আধা-যুক্তরাষ্ট্র
(C) রাজ্যসুমহের ইউনিয়ন
(D) এককেন্দ্রিক রাষ্ট্র
Ans-(C) রাজ্যসুমহের ইউনিয়ন

20. সংবিধান প্রবর্তিত হওয়ার প্রাক্কালে সমগ্র ভারতীয় ভূখণ্ড সংবিধান অনুসারে কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল?
(A) 4টি
(B) 5টি
(C) 6টি
Ans-(D) 7টি
(এই চারটি বিভাগ/শ্রেণী হলো- ‘ক’, ‘খ’, ‘গ’ এবং ‘ঘ’)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.