ভারতের বিভিন্ন অভয়ারণ্য (ন্যাশনাল পার্ক)

61.”রান্নারঘাট জাতীয় উদ্যান”- কোথায় অবস্থিত?
(A) মহারাষ্ট্রে
(B) কর্ণাটকে
(C) মধ্যপ্রদেশে
(D) মণিপুরে

Ans- (B) কর্ণাটকে
(কর্ণাটকে “রান্নারঘাট জাতীয় উদ্যান”-টি স্থাপিত হয় 1974 সালে)।

62.”বালপাকরাম জাতীয় উদ্যান”- কোথায় অবস্থিত?
(A) বিহারে
(B) মিজোরামে
(C) মেঘালয়ে
(D) আসামে

Ans- (C) মেঘালয়ে
(1986 সালে মেঘালয়ে “বালপাকরাম জাতীয় উদ্যান”-টি স্থাপিত হয়)।

63.”বন্দীপুর জাতীয় উদ্যান”- কোন রাজ্যে অবস্থিত?
(A) মহারাষ্ট্র
(B) কর্ণাট
(C) মধ্যপ্রদেশ
(D) কেরালা

Ans- (B) কর্ণাট
(কর্ণাকে “বন্দীপুর জাতীয় উদ্যান”টি স্থাপিত হয় 1974 সালে)।

64.”বান্ধবগর জাতীয় উদ্যান”-কোন রাজ্যে অবস্থিত?
(A) মধ্যপ্রদেশ
(B) উড়িষ্যা
(C) ছত্রিশগড়
(D) আসাম

Ans- (A) মধ্যপ্রদেশ
(মধ্যপ্রদেশে “বান্ধবগর জাতীয় উদ্যান”-টি তৈরি হয় 1982 সালে)।

65.”বেতলা জাতীয় উদ্যান”-কোন রাজ্যে অবস্থিত?
(A) উড়িষ্যা
(B) ঝাড়খন্ড
(C) সিকিম
(D) বিহার

Ans- (B) ঝাড়খন্ড
(ঝাড়খণ্ডে “বেতলা জাতীয় উদ্যান”টি তৈরি হয় 1986 সালে)।

66.”বংশদা জাতীয় উদ্যান”- কোন রাজ্যে অবস্থিত?
(A) কেরালা
(B) মিজোরাম
(C) নাগাল্যান্ড
(D) গুজরাট

Ans- (D) গুজরাট
(1979 সালে গুজরাটে “বংশদা জাতীয় উদ্যান”-টি স্থাপিত হয়)।

67.”ডিব্রু-ছৈখোয়া জাতীয় উদ্যান”- কোন রাজ্যে অবস্থিত?
(A) মধ্যপ্রদেশ
(B) উড়িষ্যা
(C) বিহার
(D) আসাম

Ans- (D) আসাম
(আসামে “ডিব্রু-ছৈখোয়া জাতীয় উদ্যান”টি গড়ে তোলা হয় 1999 সালে)।

68.”ভিতরকণিকা জাতীয় উদ্যান”- কোন রাজ্যে অবস্থিত?
(A) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
(B) উড়িষ্যা
(C) বিহার
(D) আসাম

Ans- (B) উড়িষ্যা
(উড়িষ্যাতে “ভিতরকণিকা জাতীয় উদ্যান”-টি নির্মিত হয় 1988 সালে)।

69.”বক্সা জাতীয় উদ্যান”- কোথায় অবস্থিত?
(A) পশ্চিমবঙ্গে
(B) উড়িষ্যাতে
(C) ছত্রিশগড়ে
(D) আসামে

Ans- (A) পশ্চিমবঙ্গে
(“বক্সা জাতীয় উদ্যান”-টি পশ্চিমবঙ্গে স্থাপিত হয় 1992 সালে)।

70.”মরুভূমি জাতীয় উদ্যান”-কোন রাজ্যে অবস্থিত?
(A) মহারাষ্ট্র
(B) কর্ণাট
(C) রাজস্থান
(D) কেরালা

Ans- (C) রাজস্থান
(রাজস্থানে “মরুভূমি জাতীয় উদ্যান”-টি তৈরি করা হয় 1980 সালে)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.