ভারতের বিভিন্ন অভয়ারণ্য (ন্যাশনাল পার্ক)

51.”মানস জাতীয় উদ্যান”-কোন রাজ্যে অবস্থিত?
(A) পশ্চিমবঙ্গ
(B) আসাম
(C) মেঘালয়
(D) রাজস্থান

Ans- (B) আসাম
(আসামে “মানস জাতীয় উদ্যান”-স্থাপিত হয় 1990 সালে)।

52.”মহাবীর হারিনা ভানাস্থলী ন্যাশনাল পার্ক”- কোথায় অবস্থিত?
(A) অন্ধ্রপ্রদেশে
(B) বিহারে
(C) মেঘালয়ে
(D) মণিপুরে

Ans- (A) অন্ধ্রপ্রদেশে
(অন্ধ্রপ্রদেশে “Mahavir Harina Vanasthali National Park”- টি গড়ে তোলা হয় 1994 সালে)।

53.”Mathikettan Shola National Park”- কোন রাজ্যে অবস্থিত?
(A) বিহার
(B) মিজোরাম
(C) গোয়া
(D) কেরালা

Ans- (D) কেরালা
(কেরালাতে এই পার্কটি স্থাপিত হয় 2003 সালে)।

54.”কাজিরাঙা জাতীয় উদ্যান”- কোন রাজ্যে অবস্থিত?
(A) বিহার
(B) মিজোরাম
(C) আসাম
(D) কেরালা

Ans- (C) আসাম
(“কাজিরাঙা জাতীয় উদ্যান”-টি স্থাপিত হয় 1974 সালে)।

55.”কুদ্রেমুখ জাতীয় উদ্যান”- কোথায় অবস্থিত?
(A) কর্ণাটকে
(B) দমন ও দিওতে
(C) হরিয়ানাতে
(D) উত্তরপ্রদেশে

Ans- (A) কর্ণাটকে
(“কুদ্রেমুখ জাতীয় উদ্যান”-টি কর্ণাটকে স্থাপিত হয় 1987 সালে)।

56.”কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক”-কোথায় অবস্থিত?
(A) কর্ণাটকে
(B) দমন ও দিওতে
(C) হরিয়ানাতে
(D) সিকিমে

Ans- (D) সিকিমে
(1977 সালে সিকিমে “Khanghendzonga National Park”-টি স্থাপিত হয়)।

57.”Keibul Lamjao National Park” কোন রাজ্যে অবস্থিত?
(A) নাগাল্যান্ড
(B) মনিপুর
(C) কর্ণাটক
(D) অন্ধ্রপ্রদেশ

Ans- (B) মনিপুর
(এই পার্কটি মনিপুরে স্থাপিত হয় 1977 সালে)।

58.”Kishtwar National Park”- কোথায় অবস্থিত?
(A) ঝাড়খণ্ডে
(B) মনিপুরে
(C) জম্মু ও কাশ্মীরে
(D) অন্ধ্রপ্রদেশে

Ans- (C) জম্মু ও কাশ্মীরে
(1981 সালে জম্মু ও কাশ্মীরে “Kishtwar National Park”-টি গড়ে তোলা হয়)।

59.”কেওলাদেও জাতীয় উদ্যান”- কোন রাজ্যে অবস্থিত?
(A) নাগাল্যান্ড
(B) রাজস্থান
(C) কর্ণাটক
(D) অন্ধ্রপ্রদেশ

Ans- (B) রাজস্থান
(এই পার্কটি রাজস্থানে স্থাপিত হয় 1981 সালে)।

60.”অংশী জাতীয় উদ্যান”- কোন রাজ্যে ও অবস্থিত?
(A) মিজোরাম
(B) রাজস্থান
(C) কর্ণাটক
(D) গুজরাট

Ans- (C) কর্ণাটক
(“অংশী জাতীয় উদ্যান”- কর্ণাটকে স্থাপিত হয় 1987 সালে)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.