ভারতের বিভিন্ন অভয়ারণ্য (ন্যাশনাল পার্ক)

41.”Mollem National Park”- কোন রাজ্যে অবস্থিত?
(A) সিকিম
(B) মিজোরাম
(C) গোয়া
(D) অন্ধ্রপ্রদেশ

Ans- (C) গোয়া
(“মোল্লেম ন্যাশনাল পার্ক”- 1978 সালে গোয়াতে গড়ে তোলা হয়)।

42.”Mudumalai National Park”- কোন রাজ্যে অবস্থিত?
(A) অন্ধ্রপ্রদেশ
(B) নাগাল্যান্ড
(C) মহারাষ্ট্র
(D) তামিলনাড়ু

Ans- (D) তামিলনাড়ু
(“মুদুমালাই ন্যাশনাল পার্ক”-টি তামিলনাড়ুতে স্থাপিত হয় 1990 সালে)।

43.”Mrugavani National Park”- কোন রাজ্যে অবস্থিত?
(A) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
(B) অন্ধ্রপ্রদেশ
(C) মহারাষ্ট্র
(D) গোয়া

Ans- (B) অন্ধ্রপ্রদেশ
(এই জাতীয় উদ্যানটি অন্ধ্রপ্রদেশে গড়ে তোলা হয় 1994 সালে)।

44.”Mount Abu Wildlife Sanctuary”- কোথায় অবস্থিত?
(A) পশ্চিমবঙ্গে
(B) গুজরাটে
(C) রাজস্থানে
(D) উত্তরপ্রদেশে

Ans- (C) রাজস্থানে
(“Mount Abu Wildlife Sanctuary”-1960 সালে রাজস্থানে স্থাপিত হয়)।

45.”Mouling National Park”- কোন রাজ্যে অবস্থিত?
(A) মধ্যপ্রদেশ
(B) অন্ধ্রপ্রদেশ
(C) উত্তরপ্রদেশ
(D) অরুনাচল প্রদেশ

Ans- (D) অরুনাচল প্রদেশ
(এই পার্কটি অরুনাচল প্রদেশে স্থাপিত হয় 1986 সালে)।

46.”মাউন্ট হারিয়েট ন্যাশনাল পার্ক”-কোথায় অবস্থিত?
(A) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
(B) অন্ধ্রপ্রদেশে
(C) মহারাষ্ট্রে
(D) সিকিমে
(A) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে

Ans- (A) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে
(আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে “Mount Harriet National Park”টি 1987 সালে স্থাপিত হয়)।

47.মুকুর্থী ন্যাশনাল পার্ক”- কোথায় অবস্থিত?
(A) বিহারে
(B) অরুণাচল প্রদেশে
(C) তামিলনাড়ুতে
(D) গোয়াতে

Ans- (C) তামিলনাড়ুতে
(তামিলনাড়ুতে “Mukurthi National Park”-টি গড়ে তোলা হয় 1990 সালে)।

48.মৌলিং ন্যাশনাল পার্ক”-কোথায় অবস্থিত?
(A) বিহারে
(B) অরুণাচল প্রদেশে
(C) তামিলনাড়ুতে
(D) সিকিমে

Ans- (B) অরুণাচল প্রদেশে
(“Mouling National Park” টি 1986 সালে স্থাপিত হয় অরুণাচল প্রদেশে)।

49.”মাধব জাতীয় উদ্যান”- কোন রাজ্যে অবস্থিত?
(A) মহারাষ্ট্র
(B) নিউ দিল্লী
(C) নাগাল্যান্ড
(D) মধ্যপ্রদেশ

Ans- (D) মধ্যপ্রদেশ
(মধ্যপ্রদেশে “মাধব জাতীয় উদ্যান”- স্থাপিত হয় 1959 সালে)।

50.” Mahatma Gandhi Marine National Park”- কোথায় অবস্থিত?
(A) গুজরাটে
(B) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে
(C) সিকিমে
(D) মিজোরামে

Ans- (B) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে
(মহাত্মা গান্ধী মারিনে ন্যাশনাল পার্ক (Mahanta Gandhi Marine National Park”টি স্থাপিত হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে 1983 সালে। এই পার্কটির আগের নাম ছিল “Wandur National Park”)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.