ভারতের দীর্ঘতম (যায়গা ও বস্তু)

11.ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি?
(A) আলপিনো
(B) সিমুক
(C) ডেল্টা
(D) সিয়াচেন

Ans-(D) সিয়াচেন
(এর হিমবাহের দৈর্ঘ্য 76 কিমি)।

12.নিন্মের কোনটি ভারতের দীর্ঘতম গিরিপথ?
(A) জোজিলা
(B) খাইবার গিরিপথ
(C) মলালী পাস
(D) সিঁথিলস

Ans-(B) খাইবার গিরিপথ
(এই গিরিপথটি আফগানিস্তান ও পাকিস্তানকে সংযুক্ত করেছে।এটি একটি পার্বত্য গিরিপথ।* এর উচ্চতা 1,017 মিটার (3,510 ফুট)।এটি স্পিন ঘার পর্বতশ্রেণীতে অবস্থিত)।

13.ভারতের দীর্ঘতম হাইওয়ে নিন্মের কোনটি?
(A) NH 34
(B) NH 37
(C) NH 7
(D) জি টি রোড

Ans-(C) NH 7
(এই হাইওয়েটি বারাণসী থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত।* ভারতের দীর্ঘতম রাজপথের নাম হল জি.টি. রোড)।

14.ভারতের দীর্ঘতম পর্বতমালার নাম কি?
(A) আন্দিজ পর্বতমালা
(B) হিমালয় পর্বতমালা
(C) আরাবল্লী পর্বতমালা
(D) কাঞ্চনজঙ্ঘা

Ans-(B) হিমালয় পর্বতমালা

15.ভারতের দীর্ঘতম ময়দান(মাঠের) নাম কি?
(A) সিমলার বিএসএফ মাঠ
(D) গ্যাংটক আর্মির মাঠ
(C) গড়ের মাঠ
(D) ওয়াংখেরের মাঠ

Ans-(C) গড়ের মাঠ
(এই মাঠটি কলকাতায় অবস্থিত)।

16.ভারতের সর্বাপেক্ষা প্রাচীন পর্বতের নাম কি?
(A) আরাবল্লী পর্বত
(B) গাঢ় পাহাড়
(C) হিমালয়
(D) সান্দকুফু

Ans-(A) আরাবল্লী পর্বত

17.ভারতের সর্বাপেক্ষা কাগজ কল কোন রাজ্যে অবস্থিত?
(A) পশ্চিমবঙ্গে
(B) উত্তরপ্রদেশে
(C) গোয়া
(D) আসামে

Ans-(A) পশ্চিমবঙ্গে

18.ভারতের সর্বাপেক্ষা জনাকীর্ণ শহর নিন্মের কোনটি?
(A) নিউ দিল্লী
(D) হায়দ্রাবাদ
(C) কলকাতা
(D) বারাণসী

Ans-(C) কলকাতা

19.ভারতে সর্বাপেক্ষা বেশিদিন রাজত্বকারী মুখ্যমন্ত্রীর নাম কি?
(A) জ্যোতি বসু
(B) বিজয়লক্ষ্মী পন্ডিত
(C) প্রফুল্ল চন্দ্র ঘোষ
(D) বিধান চন্দ্র রায়

Ans-(A) জ্যোতি বসু

20.ভারতে সর্বাপেক্ষা শিক্ষিতের হার কোন রাজ্যে বেশি?
(A) মুম্বাই
(B) কেরালা
(C) বিহার
(D) উত্তরপ্রদেশ

Ans-(B) কেরালা
(1956 সালের 1 লা নভেম্বর এই কেরালা রাজ্যটি গড়ে ওঠে)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.