ভারতের বৃহত্তম স্থান ও বস্তু

11.ভারতের বৃহত্তম গুহা মন্দিরের নাম কি?
(A) ইলোরা মন্দির
(B) ঝাঁসির দশাবতার মন্দির
(C) মিনাক্ষী দেবীর মন্দির
(D) তালচের শিব মন্দির

Ans-(A) ইলোরা মন্দির
(এটি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত)।
* এই ইলোরা মন্দিরটি কৈলাসনাথ মন্দিরের অন্তর্ভুক্ত)।

12.ভারতের বৃহত্তম হোটেলের নাম কি?
(A) অবেরয় -শেরাটন হোটেল
(B) মুম্বাইয়ের তাজ হোটেল
(C) হরিয়ানার মুন্সি হোটেল
(D) মধ্যপ্রদেশের শেরাটন হোটেল

Ans-(A) অবেরয় -শেরাটন হোটেল

13.নিন্মের কোনটি ভারতের বৃহত্তম বনভূমি?
(A) দেরাদুনের সরোলবর্গীয় বনভূমি
(B) মধ্যপ্রদেশের ভোগাবর বনভূমি
(C) কাজিরাঙ্গা বনভূমি
(D) উত্তরপ্রদেশের গড়ান বনভূমি

Ans-(C) কাজিরাঙ্গা বনভূমি
(এটি আসামের নগাঁও ও ঘোলাঘাট জেলায় অবস্থিত।
* 1905 সালে কাজিরাঙ্গা বনভূমিকে সংরক্ষিত বনভূমি হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং 2006 সালে এই বনভূমিকে ব্যাঘ্র সংরক্ষণ ক্ষেত্র হিসেবে ঘোষণা করা হয়)।

14.নিন্মের কোনটি ভারতের বৃহত্তম নগরী?
(A) নয়ডা
(B) মুম্বাই
(C) হায়দ্রাবাদ
(D) লখনৌ

Ans-(B) মুম্বাই
(7টি দ্বীপকে কেন্দ্র করে মুম্বাই নগরী গড়ে উঠেছে।1947 সালে স্বাধীনতার পর তদানীন্তন বোম্বাই শহর বোম্বাই রাজ্যের অন্তর্ভুক্ত হয়।
* 1995 সালে বোম্বাই শহরের নাম পরিবর্তন করে “মুম্বই” রাখা হয়)।

15.ভারতের বৃহত্তম সার কারখানা কোথায় অবস্থিত?
(A) দিল্লীতে
(B) পুনেতে
(C) শিলচরে
(D) সিন্ধ্রি

Ans-(D) সিন্ধ্রি
(ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জিলার শহরে অবস্থিত)।

16.ভারতের বৃহত্তম জলাধারের নাম কি?
(A) জিম্মি ট্রাঙ্ক
(B) টালা ট্রাঙ্ক
(C) বিবেকানন্দ ট্রাঙ্ক
(D) রবীন্দ্র ট্রাঙ্ক

Ans-(B) টালা ট্রাঙ্ক
(এটি কলকাতায় অবস্থিত।
* এটি বিশ্বের বৃহত্তম জলাধার)।

17.নিন্মের কোনটি ভারতের বৃহত্তম চিড়িয়াখানা?
(A) মুম্বাই চিড়িয়াখানা
(B) লখনৌ চিড়িয়াখানা
(C) আলিপুর চিড়িয়াখানা
(D) ভুপাল চিড়িয়াখানা

Ans-(C) আলিপুর চিড়িয়াখানা
(1876 সালের 1 লা জানুয়ারিআলিপুর চিড়িয়াখানাটি প্রতিষ্ঠিত হয়)।

18.ভারতের বৃহত্তম স্টেডিয়াম নিন্মের কোনটি?
(A) ইডেন গার্ডেন
(B) ওয়াংখের স্টেডিয়াম
(C) ফিরোজশাহ কোটলা
(D) যুবভারতী ক্রীড়াঙ্গন

Ans-(D) যুবভারতী ক্রীড়াঙ্গন
(এটি কলকাতায় অবস্থিত)।

19.ভারতের বৃহত্তম জাদুঘরের নাম কি?
(A) ভারতীয় জাদুঘর
(B) কলকাতা জাদুঘর
(C) শিমলা জাদুঘর
(D) লখিবাঈ জাদুঘর

Ans-(A) ভারতীয় জাদুঘর
(1814 সালে ড্যানিশ বোটানিস্ট ডঃ নাথনিয়েল ওয়ালিচ কলকাতায় এই জাদুঘরটি প্রতিষ্ঠিত করেন)।

20.নিন্মের কোনটি ভারতের বৃহত্তম গুরুদ্বার?
(A) রাম মন্দির
(B) বিষ্ণু মন্দির (সুরাটের)
(C) স্বর্ণ মন্দির
(D) শিব মন্দির (উত্তরপ্রদেশের)

Ans-(C) স্বর্ণ মন্দির
(এটি পাঞ্জাবের অমৃতসরের অবস্থিত।
* ষোড়শ শতাব্দীতে চতুর্থ শিখ গুরু রামদাস এই মন্দির প্রতিষ্ঠা করেন)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.