ভারতের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র ও নদী বাঁধ

21. ” ভাকরানাঙ্গাল প্রজেক্ট”- কোন রাজ্যে অবস্থিত?
(A) অরুণাচল প্রদেশ
(B) হিমাচল প্রদেশ
(C) মাদ্রাজে
(D) রাজস্থানে

Ans- (B) হিমাচল প্রদেশ
( এই ভাকরানাঙ্গাল প্রজেক্টটি শতদ্রু নদীর উপর গড়ে উঠেছে। এটি ভারতের সর্বোচ্চ গ্রাভিটি বাঁধ।
* এই বাঁধটির উচ্চতা 226 মিটার।
* হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার ভাকরা গ্রামের কাছে এই পাওয়ার প্ল্যান্ট তৈরি হয়েছে।
* এই বাঁধটি গোবিন্দ সাগর জলাধার বা হ্রদ গঠন করেছে।
* ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই বাঁধটিকে ” পুনরুত্থানশীল ভারতের নতুন মন্দির”-বলে আখ্যায়িত করেছেন।

22.”গোবিন্দ সাগর হ্রদ”- কোন প্রজেক্টের সাথে যুক্ত?
(A) দামোদর ভ্যালি প্রজেক্টের সাথে
(B) নর্মদা ভ্যালি প্রজেক্টের সাথে
(C) কেন-বেতোয়া প্রজেক্টের সাথে
(D) ভাকরানাঙ্গল প্রজেক্টের সাথে

Ans- (D) ভাকরানাঙ্গাল প্রজেক্টের সাথে যুক্ত।

23.” রিহান্দ নদী পরিকল্পনা”-কোন নদীর তীরে গড়ে উঠেছে?
(A) গোদাবরী নদীর তীরে
(B) কৃষ্ণা নদীর তীরে
(C) শোন নদীর তীরে
(D) অজয় নদীর তীরে

Ans- (C) শোন নদীর তীরে
( শোন নদীর উপনদী রিহান্দ নদীর পাড়ে এই নদী পরিকল্পনা গড়ে তোলা হয়েছে)

24.” গোবিন্দ বল্লভ পন্থ সাগর”- কোন নদী পরিকল্পনার সাথে যুক্ত ?
(A) রিহান্দ নদী পরিকল্পনার সাথে
(B) ভাকরানাঙ্গল প্রজেক্টের সাথে
(C) দামোদর ভ্যালি পরিকল্পনার সাথে
(D) নর্মদা ভ্যালি পরিকল্পনার সাথে।

Ans- (A) রিহান্দ নদী পরিকল্পনার সাথে যুক্ত।
(**”গোবিন্দ বল্লভ পন্থ সাগর”- হলো ভারতে সবচেয়ে বড় কৃতিম জলাধার বা হ্রদ)

25.”চম্বল ভ্যালি প্রজেক্টের উপর কয়টি বাঁধ গড়ে উঠেছে?
(A) 1 টি
(B) 2 টি
(C) 3 টি
(D) শুধুমাত্র C ঠিক

Ans- (D) শুধুমাত্র C ঠিক
( এই তিনটি বাঁধ হলো :-
(i) গান্ধী সাগর বাঁধ (মধ্যপ্রদেশে)।
(ii) জহর সাগর বাঁধ(রাজস্থানে)।
(iii) রানাপ্রতাপ সাগর বাঁধ (রাজস্থানে)।
* চম্বল হলো যমুনা নদীর উপনদী।
* চম্বল নদীর জল দ্বারা উপকৃত দুটি রাজ্য হলো রাজস্থান ও মধ্যপ্রদেশ)

26.ভারতে স্বাধীনতার পর দ্বিতীয় বহুমুখী নদী পরিকল্পনার নাম কি ?
(A) নর্মদা নদী পরিকল্পনা
(B) দামোদর নদী পরিকল্পনা
(C) হিরাকুদ নদী পরিকল্পনা
(D) ভাকরানাঙ্গল নদী পরিকল্পনা।

Ans- (C) হিরাকুদ নদী পরিকল্পনা
(* এটি ভারতের সব থেকে লম্বা নদী পরিকল্পনা এবং উঁচু নদী পরিকল্পনা হলো তেহেরী বাঁধ।
* এই হিরাকুদ নদী পরিকল্পনা বা বাঁধ উড়িষ্যায় মহানদীর পাড়ে গড়ে উঠেছে)।

27.”নাগার্জুন নদী পরিকল্পনা”- কোন নদীর পাড়ে গড়ে উঠেছে?
(A) কৃষ্ণা নদীর পাড়ে
(B) কাবেরী নদীর পাড়ে
(C) গোদাবরী নদীর পাড়ে
(D) তাপ্তি নদীর পাড়ে

Ans- (A) কৃষ্ণা নদীর পাড়ে
( নাগার্জুন নদী পরিকল্পনা তেলেঙ্গানাতে অবস্থিত)।

28.কোন নদী বাঁধের অপর নাম ” পম্প সাগর বাঁধ”?
(A) ভাকরানাঙ্গল নদী পরিকল্পনার
(B) তুঙ্গভদ্রা নদী পরিকল্পনার
(C) নাথপা ঝাঁকরি বাঁধের
(D) ইন্দিরা সাগর বাঁধের

Ans- (B) তুঙ্গভদ্রা নদী পরিকল্পনার
(কর্ণাটকের তুঙ্গভদ্রা নদীর ওপর এটি গড়ে উঠেছে)।

29.”নাপথা ঝাঁকরি বাঁধ”- কোন রাজ্যে অবস্থিত?
(A) হিমাচল প্রদেশে
(B) অন্ধ্রপ্রদেশে
(C) অরুণাচল প্রদেশে
(D) মধ্যপ্রদেশে

Ans- (A) হিমাচল প্রদেশে
(এটি গড়ে উঠেছে শতদ্রু নদীর ধারে)।

30.”কয়না বাঁধ”- কোন রাজ্যে অবস্থিত?
(A) তামিলনাড়ুতে
(B) মহারাষ্ট্রে
(C) গুজরাটে
(D) ছত্রিশগড়ে

Ans- (B) মহারাষ্ট্রে
(মহারাষ্ট্রের কয়না নদীর উপর গড়ে উঠেছে)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.