হরমোন সমন্ধে জিকে প্রশ্ন

11. মানবদেহে “Biological Clock”- নিয়ন্ত্রণ করে কোন হরমোন?
(A) মেলাটোনিন
(B) মেলানিন
(C) গ্রাফিয়ান ফলিকল
(D) কর্পাস লুটিয়াম

Ans-(A) মেলাটোনিন

12. FSH কোন গ্রন্থি থেকে নির্গত হয়?
(A) পিনিয়াল গ্রন্থি থেকে
(B) নিউটিয়াম গ্রন্থি থেকে
(C) পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে
(D) থাইরয়েড গ্রন্থি থেকে
Ans-(C) পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে
(মনে রাখবে মেলানোসাইট কোষকে উদ্দীপিত করার জন্য MSH নির্গত হয় পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে।
* FSH -এর Full form হলো- ফলিকল স্টিমুলেটিং হরমোন)।

13. মেলানোটিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়?
(A) পিনিয়াল গ্রন্থি থেকে
(B) নিউটিয়াম গ্রন্থি থেকে
(C) পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে
(D) থাইরয়েড গ্রন্থি থেকে
Ans-(A) পিনিয়াল গ্রন্থি থেকে
(এই মেলানোটিন হরমোন আমাদের বায়োলজিক্যাল ক্লক (Biological Clock) -কে Control করে)।

14. থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থান করে?
(A) T-লিম্ফোসাইটের খুব কাছাকাছি
(B) ট্রাকিয়ার দুই পাশে
(C) দুই ফুসফুসের মাঝখানে
(D) All of the above
Ans-(B) ট্রাকিয়ার দুই পাশে

15. T4 হরমোনের রাসায়নিক নাম কি?
(A) টেট্রা আয়োডোথাইরোনাইন
(B) টেট্রা আয়োডোথাইরয়েড
(C) টেট্রা আয়োডো ভ্যালেন্ট
(D) ট্রায়ো আয়োডোথাইরিন
Ans-(A) টেট্রা আয়োডোথাইরোনাইন
(T4 হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে নির্গত হয়।
* এদের সংশ্লেষের জন্য আয়োডিন দরকার হয় এই কারণে এদেরকে আয়োডো বলা হয়। Infact থাইরয়েড গ্রন্থি থেকে নির্গত হরমোন গুলি তাদের সংশ্লেষের জন্য আয়োডিন দরকার হয়)।

16. T4 এবং T3 হরমোন দেহের কোন অংশ থেকে ক্ষরিত হয়?
(A) পিনিয়াল গ্রন্থি থেকে
(B) নিউটিয়াম গ্রন্থি থেকে
(C) প্যারা থাইরয়েড গ্রন্থি থেকে
(D) থাইরয়েড গ্রন্থি থেকে
Ans-(D) থাইরয়েড গ্রন্থি থেকে
(থাইরয়েড গ্রন্থি যখন ফুলে যায় তখন তাকে আমরা বলি “গয়েটার”)।

17. T4 এবং T3 হরমোন গুলির গঠনের জন্য কোন মৌলের বা পদার্থের প্রয়োজন হয়?
(A) অ্যামাইটোসিনের
(B) অ্যামাইলক্সিনের
(C) আয়োডিনের
(D) ফ্রুক্টোজের
Ans-(C) আয়োডিনের

18. ট্রায়ো আয়োডোথাইরোনাইন (T3) -এর মূল কাজ কি?
(A) BMR নিয়ন্ত্রণ করা
(B) কোষীয় জল সাম্য রক্ষা করা
(C) থাইরয়েড গ্রন্থিকে শক্তিশালী করা
(D) Both A & B
Ans-(D) Both A & B
(BMR -এর Full form হলো- বেসিক মেটাবলিক রেট।
* T3 -এর রাসায়নিক নাম হলো- ট্রায়ো আয়োডোথাইরোনাইন)।

19. থাইরো ক্যালসিটোনিন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়?
A) পিনিয়াল গ্রন্থি থেকে
(B) নিউটিয়াম গ্রন্থি থেকে
(C) প্যারা থাইরয়েড গ্রন্থি থেকে
(D) থাইরয়েড গ্রন্থি থেকে
Ans-(D) থাইরয়েড গ্রন্থি থেকে
(থাইরো ক্যালসিটোনিন ব্লাড ক্যালসিয়াম Level -কে নিয়ন্ত্রণ করে)।

20. PTH কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়?
(B) লুটিয়াম গ্রন্থি থেকে
(C) প্যারা থাইরয়েড গ্রন্থি থেকে
(D) থাইরয়েড গ্রন্থি থেকে
Ans-(C) প্যারা থাইরয়েড গ্রন্থি থেকে
(থাইরয়েড গ্রন্থির খুব কাছাকাছি একটা ছোট্ট গ্রন্থি দেখা যায় যাকে প্যারা থাইরয়েড গ্রন্থি বলা হয়।
* PTH -এর সম্পূর্ণ নাম হলো- প্যারা থাইরয়েড হরমোন)।
(Vitamins GK)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.