41.কার্বোহাইড্রেট,প্রোটিন এবং লিপিড বিপাক হয় কোথায়?
(A) লাইসোজোমে
(B) গলগী বডিতে
(C) এন্ডোপ্লাজমিক জালিকায়
(D) সাইটোপ্লাজমে
42.”Suicidal Bag”- কাকে বলা হয়?
(A) এন্ডোপ্লাজমিক জালিকাকে
(B) লাইসোজোমকে
(C) সাইটোপ্লাজমকে
(D) গলগী বডিকে
43.টনো প্লাস্ট দিয়ে মোড়া কোষ অঙ্গাণুটির নাম কি?
(A) লাইসোজোম
(B) সেন্ট্রিওল
(C) মাইটোকন্ড্রিয়া
(D) ভ্যাকুওল
44.ভ্যাকুওল-এর প্রধান কাজ কি?
(A) জলকে সঞ্চিত রাখতে সাহায্য করে
(B) ব্যাকট্রিয়া দমনে ইউক্যারিওটিক কোষকে সাহায্য করে
(C) ব্যাকট্রিয়াকে ভ্যাকুওল সতেজ রাখতে প্রত্যক্ষভাবে সাহায্য করে
(D) জল ও কোষীয় বর্জ্য সঞ্চিত রাখতে সাহায্য করে
45.ভ্যাকুওল কোথায় দেখা যায়?
(A) উদ্ভিদ কোষে
(B) মিথজীবী কোষে
(C) সাইটোপ্লাজমে
(D) প্রাণী কোষে
46.মাইটোকন্ড্রিয়া কোষ অঙ্গাণুটির কয়টি পর্দা থাকে?
(A) 4 টি
(B) 3 টি
(C) 1 টি
(D) 2 টি
47.মাইটোকন্ড্রিয়ার ভিতরের অংশকে কি বলে?
(A) কৃষ্টি
(B) ম্যাট্রিক্স
(C) ভাঁজ
(D) অন্তঃকোষ
48.কোষীয় শ্বসনে লাগে-
(A) RNA
(B) সেন্ট্রোজম
(C) ATP
(D) সাইটোপ্লাজম
49.”Power House of Cell”(কোষের শক্তি ঘর)-কাকে বলে?
(A) RNA কে
(B) সেন্ট্রোজমকে
(C) মাইটোকন্ড্রিয়াকে
(D) সাইটোপ্লাজমকে
50.মাইটোকন্ড্রিয়াতে যে রাইবোজম থাকে তার প্রকৃতি কেমন?
(A) 70s
(B) 71s
(C) 80s
(D) 81s