21.কোষের কোষ প্রাচীরের বাইরে এক ধরনের আবরণ থাকে তাকে কি বলে?
(A) এন্ডোপ্লাজমিক জালিকা
(B) গ্লাইকোক্যালিক্স
(C) ট্রমাটিড
(D) ক্রোমাটিড

Ans-(B) গ্লাইকোক্যালিক্স
(এই গ্লাইকোক্যালিক্স কিন্তু খুব শক্ত হয় অনেকটা ক্যাপসুলের মতো।
* প্রোক্যারিওটিক কোষ যেমন, ব্যাকট্রিয়া কোষের কোষ প্রাচীরের বাইরের আবরণ কে গ্লাইকোক্যালিক্স বলে)।

22.প্রোক্যারিওটিক কোষের রাইবোজম কি প্রকৃতির হয়?
(A) 70s
(B) 80s
(C) 65s
(D) 69s

Ans-(A) 70s
(এবং এই রাইবোজম কিন্তু কোষপর্দার গায়ে লেগে থাকে।
* মানবদেহের ক্ষেত্রে রাইবোজমের প্রকৃতি হয় 80s)। 

23.রাইবোজম মূলতঃ প্রোটিন সংশ্লেষ করে কোথা থেকে?
(A) DNA থেকে
(B) ADP থেকে
(C) ATP থেকে
(D) RNA থেকে

Ans-(D) RNA থেকে
(রাইবোজমের মূল কাজ হল প্রোটিন সংশ্লেষ করা।
* RNA এর সম্পূর্ণনাম রাইবো নিউক্লিক অ্যাসিড)। 

24.ইউক্যারিওটিক কোষ গাছ ও প্রাণীদের ক্ষেত্রে –
(A) একই থাকে
(B) মাঝে মধ্যে এক হয়
(C) আলাদা হয়
(D) আলাদা হয় মাঝে মধ্যে

Ans-(C) আলাদা হয়
(গাছের ক্ষেত্রে কোষ প্রাচীর-প্লাস্টিড এবং কেন্দ্রীয় ভ্যাকুওল এই তিনটি জিনিস লক্ষ্য করা যায় কিন্তু প্রাণীদের এই তিনটি জিনিস থাকে না। প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় সেন্ট্রিওল)। 

25.সেন্ট্রিওল কোন কোষে দেখা যায়?
(A) উদ্ভিদ কোষে
(B) প্রাণী কোষে
(C) পরজীবী কোষে
(D) মিথজীবী কোষে

Ans-(B) প্রাণী কোষে 

26.কোষপর্দা কি দিয়ে তৈরি হয়?
(A) লিপিড
(B) প্রোটিন
(C) কার্বোহাইড্রেট
(D) উপরের সবকটিই

Ans-(D) উপরের সবকটিই
(লিপিড,প্রোটিন এবং কার্বোহাইড্রেট এই তিনটি জিনিস দিয়েই কোষপর্দা তৈরী হয়)। 

27.মানুষের রক্ত কনিকায় কত শতাংশ প্রোটিন থাকে?
(A) 40%
(B) 46%
(C) 52%
(D) 54%

Ans-(C) 52%

28.মানুষের রক্ত কনিকায় কত শতাংশ লিপিড থাকে?
(A) 40%
(B) 46%
(C) 36%
(D) 54%

Ans-(A) 40% 

29.কোষপর্দার আধুনিক মডেলকে কি বলা হয়?
(A) ক্লুইড মডেল
(B) মেসোজাইক মডেল
(C) মোজাইক মডেল
(D) ক্লুইড মোজাইক মডেল

Ans- (D) ক্লুইড মোজাইক মডেল
(কোষপর্দার যে ত্রিস্তরী মডেল সেটা কিন্তু সিঙ্গার ও নিকলসের দেওয়া- যার নাম হচ্ছে ক্লুইড মোজাইক মডেল।
* সিঙ্গার ও নিকলস এই ধারণা দেন 1972 সালে)।

30.কোষপর্দার মধ্যে দিয়ে উচ্চ ঘনত্ব থেকে নিন্ম ঘনত্বের জলের অনুপ্রবেশকে কি বলে?
(A) সোমেসিস
(B) অসমোসিস
(C) মেসোজাইক
(D) ক্লুইড

Ans- (B) অসমোসিস

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.