এশিয়ান গেমস ২০১৮ সম্বন্ধীয় প্রশ্ন ও উত্তর

7. 2022 সালের এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
A. Hangshou
B. Hongkong
C. Delhi
D. South Korea

Ans- A. Hangshou (এটি চীনের একটি শহর )

8. এবছর এশিয়ান গেমস এর উদ্বোধনী অনুষ্ঠানে কে ভারতের পতাকা বহন করেছিলেন?
A. রানী রামপাল
B. নীরজ চোপড়া
C. যোধ্বীর সিং
D. সাইন নেহওয়াল
Ans-B. নীরজ চোপড়া

9. এবছর এশিয়ান গেমস এর সমাপ্তি অনুষ্ঠানে কে ভারতের পতাকা বহন করেছিলেন?
A. রানী রামপাল
B. নীরজ চোপড়া
C. যোধ্বীর সিং
D. সাইন নেহওয়াল
Ans-A. রানী রামপাল

10. এশিয়ান গেমস ২০১৮ তে কোন দেশ সবচেয়ে বেশি পদক জিতেছে?
A. চীন
B. ইন্দোনেশিয়া
C. মালদ্বীপ
D. ভারত

Ans- A. চীন (১৩২ টি সোনার পদক সহ মোট ২৮৯ টি মেডেল জিতেছে। ৭৫ টি স্বর্ণ পদক সহ মোট ২০৫ টি পদক নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। )

11. এশিয়ান গেমস ২০১৮ তে পদক তালিকায় ভারত কততম স্থানে রয়েছে?
A. ৫ম
B. ৭ম
C. ৮ম
D. চতুর্থ
Ans-C. ৮ম (ভারত এবছর এশিয়ান গেম থেকে ১৫ টি স্বর্ণ পদক সহ মোট ৬৯ টি পদক জয় করেছে যা এখনো পর্যন্ত এশিয়ান গেমস থেকে সর্বোচ্চ পুরস্কার জয় ভারতের। )

12. ভারতের কোন মহিলা রেসলার সর্বপ্রথম এশিয়ান গেমস থেকে স্বর্ণ পদক জয় করেছেন?
A. রাহি সার্ণবৎ
B. মেরি কম
C. ভিনেশ ফোগাট
D. উপরের সবগুলিই
Ans-C. ভিনেশ ফোগাট

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.