মুঘল সম্রাট আকবর সম্বন্ধীয় জিকে প্রশ্ন ও উত্তর

51.বৈরাম খাঁ কি উপাধি নেন?
(A) আব্দুর রহিম খান-ই-খানন
(B) কামারুদ্দিন সিদ্দিকি
(C) খান-ই-জামান
(D) খান-ই-খানন

Ans- (D) খান-ই-খানন
(মুঘল সম্রাট হুমায়ুনের বন্ধু ও বিস্বস্থ কর্মচারী বৈরাম খাঁ হুমায়ুনের মৃত্যুর পর নাবালক সম্রাট আকবরের অভিভাবক ও প্রধান পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হন। পানিপথের দ্বিতীয়(1556) যুদ্ধে বৈরাম খাঁর জন্যই জয়লাভ করেন এবং তাঁর প্রথম চার বছর (1556 – 1560) এই অভিভাবকের নির্দেশেই চলতেন।কিন্তু তাঁর কতৃত্বে বিরক্ত হয়ে 1560 খ্রিস্টাব্দে তাকে পদচ্যুত করে মক্কায় পাঠিয়ে দেন।পথে এক আফগান জনৈকের হাতে তার মৃত্যু ঘটে)।

52.”A Romance in Stone”- বলেন ভিনসেন্ট স্মিথ।কাকে বলেন?
(A) ফতেপুর সিক্রিকে
(B) আগ্রাকে
(C) তাজমহলকে
(D) লাহোরকে

Ans- (A) ফতেপুর সিক্রিকে

53.সুরদাসের রচিত “সুরসাগর”- গ্রন্থের নায়ক কে?
(A) কৃষ্ণ
(B) রাম
(C) সুরসেন
(D) বাল্মীকি

Ans- (A) কৃষ্ণ
(এই গ্রন্থটি হিন্দি ভাষায় রচিত)।

54.আগ্রার ফতেপুর সিক্রিতে অবস্থিত নয় নিন্মের কোনটি?
(A) বুলন্দ দরওয়াজা
(B) দেওয়ান-ই-খাস
(C) আকবরী মহল
(D) যোধাবাঈয়ের মহল

Ans- (C) আকবরী মহল

55.মুঘল প্রশাসনে সঠিক জোড় নয় নিন্মের কোনটি?
(A) সুবা – সুবাদার
(B) সরকার – ফৌজদার
(C) মীরবক্সী – সামরিক প্রশাসন
(D) পরগনা – ফৌজদার

Ans- (D) পরগনা – ফৌজদার

56.বীরবলের আসল নাম মহেশ দাস।মহেশ দাসের জন্ম কোথায়?
(A) পাতিয়ালাতে
(B) মধ্যপ্রদেশে
(C) রাজপুতনায়
(D) গুজরাটে

Ans- (B) মধ্যপ্রদেশে

57.দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে অনুষ্ঠিত হয়?
(A) 1556 খ্রিস্টাব্দের 9 ই নভেম্বর
(B) 1556 খ্রিস্টাব্দের 8 ই নভেম্বর
(C) 1556 খ্রিস্টাব্দের 5 ই নভেম্বর
(D) 1556 খ্রিস্টাব্দের 6 ই নভেম্বর
Ans- (C) 1556 খ্রিস্টাব্দের 5 ই নভেম্বর
(মুঘল সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর 1556 খ্রিস্টাব্দে আফগান শাসক শেরশাহের ভ্রাতুষ্পুত্র মহম্মদ আদিল শাহের হিন্দু সেনাপতি হিমু বা হেমচন্দ্রের সাথে নাবালক মুঘল সম্রাট আকবর ও অভিভাবক বৈরাম খাঁর মধ্যে দ্বিতীয় পানিপথের যুদ্ধ সংঘটিত হয়।আকবর জয়লাভ করেন)।

58.হিমু বা হেমচন্দ্র কে ছিলেন?
(A) আদিল শাহের হিন্দু সেনাপতি
(B) পানিপথের প্রথম যুদ্ধের নায়ক
(C) মুঘল সম্রাট হুমায়ুনের বন্ধু
(D) গোলকুন্ডার রাজা

Ans- (A) আদিল শাহের হিন্দু সেনাপতি
(হিমু বা হেমচন্দ্র ছিলেন আফগান শাসক শেরশাহের ভ্রাতুষ্পুত্র মহম্মদ আদিল শাহের হিন্দু সেনাপতি।তিনি মুঘল সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর দিল্লী-আগ্রা জয় করে “বিক্রমাদিত্য”-উপাধি নিয়ে স্বাধীন হিন্দু রাজা হিসাবে দিল্লীর সিংহাসনে বসেন।কিন্তু নাবালক মুঘল সম্রাট আকবর ও তাঁর অভিভাবক বৈরাম খাঁ তাঁর বিরুদ্ধে 1556 খ্রিস্টাব্দের 5 ই নভেম্বর দ্বিতীয় পানিপথের যুদ্ধে অবতীর্ণ হলে হিমু পরাজিত ও নিহত হন)।

59.মুঘল সামরিক সংগঠনে সবচেয়ে মুখ্য স্থান কার ছিলো?
(A) সচিবালয়ের
(B) অশ্বারোহী বাহিনীর
(C) মীরবক্সীর
(D) ফৌজদারদের

Ans- (B) অশ্বারোহী বাহিনীর

60.নিন্মের সঠিক জোড় নয় কোনটি-
(A) আমিন কাজভিনি – পাদশাহনামা
(B) আব্দুল হামিদ লাহোরী – পাদশাহনামা
(C) মহম্মদ ওয়ারিশ – শাহজাহাননামা
(D) ইনায়েৎ খাঁ – শাহজাহাননামা

Ans- (C) মহম্মদ ওয়ারিশ – শাহজাহাননামা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.