মুঘল সম্রাট আকবর সম্বন্ধীয় জিকে প্রশ্ন ও উত্তর

121. বিবৃতি (A) : আকবর 1602 খ্রিস্টাব্দ ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন।
ব্যাখ্যা (R) তিনি গুজরাট জয়ের স্মৃতিতে এটি নির্মাণ করেছিলেন।
(A) A ও R উভয়ই সঠিক এবং A এর সঠিক ব্যাখ্যা R
(B) A ও R উভয়ই সঠিক,কিন্তু A এর সঠিক ব্যাখ্যা R নয়
(C) শুধুমাত্র A সঠিক
(D) শুধুমাত্র R সঠিক

Ans- (A) A ও R উভয়ই সঠিক এবং A এর সঠিক ব্যাখ্যা R
(আকবর গুজরাট আক্রমণ করেন 1572 খ্রিস্টাব্দে,দখল বা জয় করেন 1573 খ্রিস্টাব্দে)।

122. নিন্মলিখিত কোনটি মুঘল সম্রাট বাবরের সঙ্গে সম্পর্কযুক্ত?
(A) পারসিক চিত্রশৈলী
(B) কবি (রাজসভার)
(C) বর্গাকার বাগান
(D) উপরের সবকটিই
Ans- (C) বর্গাকার বাগান

123. নিন্মলিখিত কোনটি বেঠিক জোড়?
(A) মালব অভিযান(1561) : আদম খান (আব্দুল্লা খান উজবেক)
(B) গন্ডোয়ানা অধিকার(1564) : আকবর
(C) বাংলা অধিকার(1573) : মুনাইম খান
(D) উড়িষ্যা জয়1590 – 1592) : রাজা মানসিংহ
Ans- (C) বাংলা অধিকার(1573) : মুনাইম খান
(বাংলা অধিকার করার সময় সেনাপতি ছিলেন মুনিম খান 1574 – 1576 খ্রিস্টাব্দে)।

124. রানী দুর্গাবতী কোন রাজ্যের রানী ছিলেন?
(A) আহম্মদনগরের
(B) মেবারের
(C) গন্ডোয়ানার
(D) বাংলার
Ans- (C) গন্ডোয়ানার
(1564 খ্রিস্টাব্দে আকবর গন্ডোয়ানা আক্রমণ করলে তিনি প্রাণ হারান।
* ইনি ছিলেন বীরনারায়ণের অভিভাবিকা।
* গন্ডোয়ানার রাজধানীর নাম- গড়কাটাঙ্গা।
* গন্ডোয়ানা অবস্থিত মধ্যপ্রদেশে)।

125. “বিক্রমজিৎ”-উপাধি কে ধারণ করেছিলেন?
(A) হিম বা হেমচন্দ্র
(B) হুমায়ুন
(C) আদিল শাহ
(D) আকবর
Ans-(A) হিমু বা হেমচন্দ্র
(ইনি ছিলেন শেরশাহের ভ্রাতুষ্পুত্র মহম্মদ আদিল শাহের হিন্দু সেনাপতি)।

126. আকবরের ধর্মনীতির সাথে যুক্ত ছিল না-
(A) “দীন-ই-ইলাহী”-প্রবর্তন
(B) “সুল-ই-কুলের”- আদর্শ গ্রহণ
(C) জিজিয়া কর প্রবর্তন
(D) উপরের কোনোটিই নয়
Ans- (C) জিজিয়া কর প্রবর্তন

127. 500 থেকে 2500 পদমর্যাদার মনসবদার কি নামে পরিচিত?
(A) আমীর-ই-উমদা
(B) নিম আসপা
(C) আমীর-ই-আজম
(D) আমীর
Ans- (D) আমীর

128. আকবর কোন ধর্মের প্রভাবে অগ্নির উপাসনা শুরু করেন?
(A) হিন্দু ধর্মের প্রভাবে
(B) জরাথ্রুস্টীয় ধর্মের প্রভাবে
(C) বৌদ্ধ ধর্মের প্রভাবে
(D) জৈন ধর্মের প্রভাবে
Ans- (B) জরাথ্রুস্টীয় ধর্মের প্রভাবে

129. যে নির্দেশনামার দ্বারা আকবর নিজেকে কোরানের চূড়ান্ত ব্যাখ্যাকারী হিসেবে ঘোষণা করেন, সেটি হল-
(A) আকবরনামা
(B) মাজহারনামা
(C) কোরাননামা
(D) শরিয়ৎনামা
Ans- (B) মাজহারনামা
(এটি ঘোষণা করা হয় 1579 খ্রিস্টাব্দের 2 রা সেপ্টেম্বর আগ্রা থেকে।
* এই ঘোষণাপত্রটি (মাজহারনামা) তৈরি করেন শেখ মুবারক)।

130. আকবরকে “নগ্ন সাম্রাজ্যবাদী”- বলেন কে?
(A) শ্রীবাস্ত
(B) ভন নোর
(C) অ্যাডাম স্মিথ
(D) বিভারিজ
Ans- (D) বিভারিজ
(আকবর যখন 1564 খ্রিস্টাব্দে গন্ডোয়ানা আক্রমণ করে তখন রানী দুর্গাবতী(বীরনারায়ণের অভিভাবিকা) প্রাণ হারান এবং গন্ডোয়ানা মুঘলদের অধিকৃত হয়।এই ঘটনাকে বিভারিজ “নগ্ন সাম্রাজ্যবাদী” বলে বর্ণনা করেছেন)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.