ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সম্বন্ধীয় প্রশ্ন

11. ডঃ বি.আর. আম্বেদকর ভারতীয় সংবিধানের “হৃদয় এবং আত্মা”- হিসেবে কোন ধারাকে চিহ্নিত করেছেন?
(A) 24 নং ধারাকে
(B) 17 নং ধারাকে
(C) 226 নং ধারাকে
(D) 32 নং ধারাকে

Ans- (D) 32 নং ধারাকে
(এই ধারাটি সাংবিধানিক প্রতিকারের অধিকার (32 – 226) -এর মধ্যে পড়ে)।

12. কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ কথাটি সংযোজন করা হয়েছে?
(A) 44 তম
(B) 68 তম
(C) 42 তম
(D) 101 তম
Ans- (C) 42 তম
(1976 সালের 42 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে “ধর্মনিরপেক্ষ” শব্দটি সংযোজন করা হয়েছে)।

13. কত নাম্বার ধরা অনুযায়ী সুপ্রিম কোর্ট লেখ (Writ) জারি করতে পারে?
(A) 226 নং ধারা অনুযায়ী
(B) 28 নং ধারা অনুযায়ী
(C) 18 নং ধারা অনুযায়ী
(D) 32 নং ধারা অনুযায়ী

Ans- (D) 32 নং ধারা অনুযায়ী (32 নং ধারাকে ভারতীয় সংবিধানের “হৃদয় এবং আত্মা”- হিসেবে উল্লেখ করেছেন ভারতীয় সংবিধানের জনক ডঃ বি.আর. আম্বেদকর)।

14. কত নাম্বার ধরা অনুযায়ী হাইকোর্ট লেখ (Writ) জারি করতে পারে?
(A) 226 নং ধারা অনুযায়ী
(B) 28 নং ধারা অনুযায়ী
(C) 18 নং ধারা অনুযায়ী
(D) 32 নং ধারা অনুযা
Ans- (A) 226 নং ধারা অনুযায়ী

15. ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘু সম্প্রদায়গুলি নিজস্ব পছন্দমতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করার অধিকার স্বীকৃত হয়েছে?
(A) 32 নং ধারায়
(B) 30 নং ধারায়
(C) 17 নং ধারায়
(D) 35 নং ধারায়
Ans- (B) 30 নং ধারায়
(Article 30 in the Constitution of India :-
* Right of minorities establish administrater educational institutions
** All minorities, whether based on religion or language, shall have the right to establish and administrater educational institution of their choice)।

16. অস্পৃশ্যতা দূরীকরণের জন্য “অস্পৃশ্যতা আইন”- কত সালে পাশ বা প্রণীত হয়েছে?
(A) 1942 সালে
(B) 1952 সালে
(C) 1955 সালে
(D) 1976 সালে
Ans- (C) 1955 সালে
(1955 সালে 17 নম্বর ধারা অনুযায়ী Untouchability offence Act জারি করা হয়)।

17. ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা নিষিদ্ধ বা বিলোপ করা হয়েছে?
(A) 32 নং ধারায়
(B) 18 নং ধারায়
(C) 35 নং ধারায়
(D) 17 নং ধারায়
Ans- (D) 17 নং ধারায়
(1955 সালে 17 নং ধারা অনুসারে এই অমানবিক আইন বা প্রথা নিষিদ্ধ করা হয়)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.