ভারতের বিভিন্ন বিদ্রোহ
131. পাবনায় নীল বিদ্রোহের নেতৃত্ব দেন কে?
(A) রফিক মন্ডল
(B) কাদের মোল্লা
(C) মহেশ বন্দ্যোপাধ্যায়
(D) মোল্লা আকবর
132. মালদহে নীল বিদ্রোহের নেতৃত্ব দেন কে?
(A) রফিক মন্ডল
(B) কাদের মোল্লা
(C) বিশ্বনাথ সর্দার
(D) মোল্লা আকবর
133. বিশ্বনাথ সর্দার ছিলেন “নীল বিদ্রোহের প্রথম শহীদ” বলেন কে?
(A) ডঃ জাকির হোসেন চৌধুরী
(B) ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার
(C) প্রমোদ সেনগুপ্ত
(D) ঐতিহাসিক সুপ্রকাশ রায়
134. কোথায় সর্বপ্রথম “নীলকুঠি”- স্থাপন করা হয়?
(A) পাবনাতে
(B) যশোরে
(C) গোন্দালপাড়া
(D) বাকিপুরে
135. “নীল চাষ থেকে ভিক্ষাও অতি উত্তম”- কে বলেন?
(A) আব্দুল বারিদ
(B) হাজী মোল্লা
(C) রফিক মন্ডল
(D) দিগম্বর বিশ্বাস
136. বেন্টিং কোন আইন পাশ করে বলা হয় কোনো চাষী দাদন নিয়ে চাষ না করলে তাকে গ্রেফতার করা হবে?
(A) পঞ্চম আইন
(B) সপ্তম আইন
(C) অষ্টম আইন
(D) 1833-এর রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী
137. খুলনায় নীল বিদ্রোহের নেতৃত্ব দেন কে?
(A) আব্দুল বারিদ
(B) হাজী মোল্লা
(C) রফিক মন্ডল
(D) কাদের মোল্লা
138. সুন্দরবন অঞ্চলে নীল বিদ্রোহের নেতৃত্ব দেন কে?
(A) বৈদ্যনাথ সর্দার
(B) রহিমউল্লা
(C) পাঁচু শেখ
(D) মেঘাই সর্দার
139. কৃষ্ণগরের নিকটবর্তী আসননগরে নীল বিদ্রোহের নেতৃত্ব দেন কে?
(A) বৈদ্যনাথ সর্দার
(B) বিশ্বনাথ সর্দার
(C) পাঁচু শেখ
(D) মেঘাই সর্দার
140. বাঁশবাড়িয়ায় নীল বিদ্রোহের নেতৃত্ব দেন কে?
(A) বৈদ্যনাথ সর্দার
(B) বিশ্বনাথ সর্দার
(C) পাঁচু শেখ
(D) A এবং B উভয়ই সঠিক