ভারতের বিভিন্ন বিদ্রোহ
91. কোন ভাইসরয়ের আমলে “জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট”-নামক একটি আইন জারি করে বলা হয় যে,প্রত্যেক সিপাহিকে প্রয়োজনে সুমদ্রপথেই বিদেশ যেতে হবে?
(A) লর্ড নর্থব্রুক
(B) লর্ড লিটন
(C) লর্ড ডালহৌসি
(D) লর্ড ক্যানিং
92. রোহিলাখণ্ডে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দেন?
(A) বখত খান
(B) খান বাহাদুর খান
(C) অমর সিং
(D) গঙ্গাধর রাও
93. আসামে মহাবিদ্রোহের নেতৃত্ব দেন কে?
(A) মৌলবী আহম্মদুল্লা
(B) কুনওয়ার সিং
(C) মনিরাম দেওয়ান
(D) হাকিম আজিমুল্লা
94. ফৈজাবাদে মহাবিদ্রোহের নেতৃত্ব দেন কে?
(A) মৌলবী আহম্মদুল্লা
(B) কুনওয়ার সিং
(C) তাঁতিয়া টোপি
(D) হাকিম আজিমুল্লা
95. “এই বিদ্রোহ সিপাহী নয়,এটা একটা যুদ্ধ বা বিপ্লব”- কে বলেন?
(A) জে বি ম্যালেসন
(B) রেভারেন্ড ডাফ
(C) আলেকজান্ডার ডাফ
(D) এইটকিনসন
96. সিপাহী বিদ্রোহ বিহারের কোথায় ছড়িয়ে পড়ে?
(A) আরা
(B) সাঁচি
(C) জগদীশপুর
(D) A এবং C
97. অযোধ্যায় মহাবিদ্রোহের নেতৃত্ব দেন কে?
(A) মৌলবী আহম্মদুল্লা
(B) বেগম হজরৎমহল
(C) তাঁতিয়া টোপি
(D) হাকিম আজিমুল্লা
98. “চেষ্টা করা সত্বেও আমরা হিন্দু-মুসলমানের মধ্যে বিরোধ বাঁধাতে পারিনি”- কথা কে বলেন?
(A) জে বি ম্যালেসন
(B) হাচিসন
(C) আলেকজান্ডার ডাফ
(D) এইটকিনসন
99. কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন?
(A) তাঁতিয়া টোপি
(B) বহাদুর খান
(C) লক্ষীবাঈ
(D) মহম্মদ খান
100. নীচের কোন জোড়টি সঠিক নয়?
(A) ফারুকাবাদ – তুফজল হাসন খান
(B) এলাহাবাদ – মৌলবী আহম্মদুল্লা
(C) বিজানুর – মহম্মদ খান
(D) বেনারস – মৌলবী লিয়াকত আলী