বিভিন্ন ক্ষেত্রে প্রথম বাঙালি (পুরুষ)

21.প্রথম কোন বাঙালি বিদেশে প্রধান সেনাপতি হন?
(A) আশুতোষ মুখোপাধ্যায়
(B) কর্নেল সুরেশ চন্দ্র বিশ্বাস
(C) হরেন্দ্রনাথ মুখোপাধ্যায়
(D) আকুল সেনগুপ্ত

Ans-(B) কর্নেল সুরেশ চন্দ্র বিশ্বাস
(কর্নেল সুরেশ চন্দ্র বিশ্বাস (1861 – 1905)।
* সুরেশ চন্দ্র বিশ্বাস নদিয়া জেলায় জন্মগ্রহণ করেন।
* এই ভারতীয় অভিযাত্রী ব্রাজিলের গৃহযুদ্ধে লড়েছিলেন)।

22.প্রথম কোন বাঙালি বিদেশে নৃত্য প্রদর্শকের কাজ করেন?
(A) উদয় শঙ্কর
(B) নেপাল ভট্টাচার্য
(C) জ্যোতিনময় রায়
(D) মেঘলাল ব্যানার্জি

Ans-(A) উদয় শঙ্কর
(উদয় শঙ্কর 1900 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর রাজস্থানের উদয়পুরে জন্মগ্রহণ করেন।* নৃত্যশিল্পী হিসেবে 1971 সালে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত হন।
* 1977 সালের 26 শে সেপ্টেম্বর 76 বছর বয়সে কলকাতায় শেষনিঃস্বাস ত্যাগ করেন)।

23.প্রথম কোন বাঙালি বিদেশে ও ভারতে যাদুবিদ্যা প্রদর্শন করেন?
(A) পি.সি.সরকার
(B) কবিরাজ মধুসূদন দত্ত
(C) মৃণালকান্তি রায়
(D) অমৃত পাল

Ans-(A) পি.সি.সরকার
(পি.সি.সরকারের পুরো নাম প্রতুল চন্দ্র সরকার (1913 – 1971)।
* 1950 – 1960 সাল পর্যন্ত তিনি যে জাদু দেখিয়ে ছিলেন তা ” ইন্দ্রজাল প্রদর্শনী”- নামে খ্যাত।* ইনি ছিলেন ভারতবর্ষের বিখ্যাত জাদুকর)।

24.প্রথম বাঙালি শব ব্যবচ্ছেদের নাম কি?
(A) নিহারঞ্জন রায়
(B) কবিরাজ মধুসূদন দত্ত
(C) মৃণালকান্তি রায়
(D) অমৃত পাল

Ans-(B) কবিরাজ মধুসূদন দত্ত
(কবিরাজ মধুসূদন দত্ত (1800 – 1856) ছিলেন একজন বাঙালি হিন্দু আয়ুর্বেদিক ও অনুবাদক।* 1836 সালে সুশ্রুতের পর ভারতীয় হিসেবে পাশ্চাত্যরীতিতে শব ব্যবচ্ছেদে করেন)।

25.প্রথম বাঙালি ক্রিকেট অধিনায়কের নাম কি?
(A) সাবাকরিম
(B) লালা অমরনাথ
(C) সৌরভ গঙ্গোপাধ্যায়
(D) মহম্মদ আজহার উদ্দিন

Ans-(C) সৌরভ গঙ্গোপাধ্যায়
(সৌরভ গঙ্গোপাধ্যায় 1972 সালের 8 ই জুলাই কলকাতার বেহালায় জন্মগ্রহণ করেন।* তিনি প্রথম টেস্ট খেলেন 1996 সালের 20 ই জুন ইংল্যান্ডের বিপক্ষে এবং শেষ টেস্ট খেলেন 2008 সালের 6 ই নভেম্বর অস্ট্রোলিয়ার বিরুদ্ধে।* প্রথম একদিবশীয় ম্যাচ খেলেন 1992 সালের 11 ই জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং শেষ একদিবশীয় ম্যাচ খেলেন 2007 সালের 15 ই নভেম্বর পাকিস্তানের বিপক্ষে।* তিনি অধিনায়কত্ব লাভ করেন 1999 সালে (1999 – 2005)।* তিনি মহারাজ, দাদা, প্রিন্স অফ ক্যালকাটা, প্রভৃতি নামে পরিচিত)।

26.প্রথম বাঙালি বেলুন যাত্রীর নাম কি?
(A) ভবানিচরণ বন্দ্যোপাধ্যায়
(B) রামচন্দ্র চট্টোপাধ্যায়
(C) রাধনাথ সেন
(D) উৎপল বন্দ্যোপাধ্যায়

Ans-(B) রামচন্দ্র চট্টোপাধ্যায়

27.প্রথম বাঙালি পঁচিমবঙ্গের রাজ্যপালের নাম কি?
(A) আশুতোষ মুখোপাধ্যায়
(B) কর্নেল সুরেশ চন্দ্র বিশ্বাস
(C) ডঃ হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়
(D) আকুল সেনগুপ্ত

Ans-(C) ডঃ হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়
(ডঃ হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়(1887 – 1956) ছিলেন ভারতীয় সংবিধান রচনার পর্ষদের সহ-সভাপতি।* ইনি একই সাথে ছিলেন জাতীয় কংগ্রেসের সদস্য।* ভারতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর তিনি ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল)।

28.প্রথম বাঙালি সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির নাম কি?
(A) অনুকূল সেন
(B) আশুতোষ মুখোপাধ্যায়
(C) অমৃতলাল সেন
(D) বিজন কুমার মুখোপাধ্যায়

Ans-(D) বিজন কুমার মুখোপাধ্যায়

29.প্রথম কোন বাঙালি প্রতিবন্ধী সাঁতারু জিব্রাল্টার প্রণালী অতিক্রম করেন?
(A) মিহির সেন
(B) রণজিৎ বৈদ্য
(C) মাসুদুর রহমান বৈদ্য
(D) জিয়াফৎ আলী শেখ

Ans-(C) মাসুদুর রহমান বৈদ্য
(1968 – 2015)।* মাসুদুর রহমান বৈদ্য ছিলেন বিশ্বের প্রথম প্রতিবন্ধী সাঁতারু জিব্রাল্টার প্রণালী পার করেন)।

30.প্রথম বাঙালি আই. সি.এস (I.C.S) এর নাম কি?
(A) সুভাষ চন্দ্র বসু
(B) বিজন মুখোপাধ্যায়
(C) সত্যেন্দ্রনাথ ঠাকুর
(D) সত্যেন্দ্রনাথ সেন

Ans-(C) সত্যেন্দ্রনাথ ঠাকুর
(সত্যেন্দ্রনাথ ঠাকুর (1842 – 1923) ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্রজ)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.