চোখ ও আলো সম্পর্কিত প্রশ্ন

21. একজন ছাত্র তার সামনে রাখা বইটি পড়তে পারছে,কিন্তু কিছুটা দূরে শিক্ষকের ব্ল্যাকবোর্ডের লেখা পড়তে পারছে না।প্রকৃতপক্ষে তার চোখের –
(A) লেন্সের অভিসারী ক্ষমতা কমে গেছে।
(B) লেন্সের অভিসারী ক্ষমতা বেড়ে গেছে।
(C) সিলিয়ারি পেশী সঠিকভাবে কাজ করছে।
(D) কোনোটিই নয়

Ans- (B) লেন্সের অভিসারী ক্ষমতা বেড়ে গেছে।
(মায়োপিয়া রোগে ভুগছে ছেলেটি।কারণ ছেলেটির কাছের দৃষ্টি ভালো কিন্তু দূরের দৃষ্টি খারাপ।
* সিলিয়ারি পেশী যখন লেন্সকে সরু বা পাতলা করতে পারে না অর্থাৎ লেন্সের Converging Power কমাতে পারে না তখন মায়োপিয়া হয়)।

22.বাইফোকাল চশমা প্রয়োজন নীচের কোন ক্ষেত্রে-
(A) যখন ব্যক্তির দূরের দৃষ্টি খারাপ।
(B) যখন ব্যক্তির কাছের দৃষ্টি খারাপ
(C) যখন ব্যক্তির ক্যাটারাষ্ট বা ছানিতে ভুগছেন।
(D) Both A & B

Ans- (D) Both A & B
(উত্তল এবং অবতল লেন্স এই দুপ্রকারের লেন্স যার মধ্যে থাকে তাকে বাইফোকাল চশমা বলা হয়)।

23.একজন ব্যক্তি তার সামনে থাকা বইয়ের লেখা পড়তে পারছে না।ঐ অবস্থা ঠিক করার জন্য কোন ধরনের লেন্স প্রয়োজন?
(A) সমতল লেন্স
(B) উত্তল লেন্স
(C) অবতল লেন্স
(D) Both B & C

Ans- (B) উত্তল লেন্স
(ঐ ব্যক্তির কাছের দৃষ্টি খারাপ কিন্তু দূরের দৃষ্টি ভালো।মানে ঐ ব্যক্তির হাইপারমেট্রোপিয়া আছে।আর হাইপারমেট্রোপিয়া হলেই উত্তল লেন্স ব্যবহার করতে হবে)।

24.একজন ব্যক্তির চক্ষু পরীক্ষা হলো।চক্ষু বিশেষজ্ঞ তার চশমার জন্য নীচের দুই ধরনের পাওয়ার ধার্য করলেন।বাম চক্ষু -3D এবং ডান চক্ষু -3.50D।ঐ ব্যক্তি কোন রোগে ভুগছেন?
(A) হাইপারমেট্রোপিয়া
(B) মায়োপিয়া
(C) শর্ট সাইটেডনেস
(D) Both B & C

Ans- (D) Both B & C
(চোখের পাওয়ারের একককে ডায়াপ্টার (D) বলা হয়।
* দুটো পাওয়ার যখন মাইনাসে থাকবে তারমানে সে Concave Lense (অবতল লেন্স) ব্যবহার করছে।আর তোমরা জানো Concave Lense -এর ক্ষেত্রে পাওয়ার মাইনাসে থাকে।Concave Lense -এ পাওয়ার এই কারণে মাইনাস থাকে কারণ তার ফোকাল লেন্স মাইনাসে থাকে।
* Concave Lense (অবতল লেন্স) ব্যবহার করা হয় মায়োপিয়া রোগের ক্ষেত্রে।আর মায়োপিয়াকে বলা হয় “শর্ট সাইটেডনেস”।তাহলে তোমাদের আনসার হয়ে যাবে Both B & C)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.