চোখ ও আলো সম্পর্কিত প্রশ্ন

11. দূরের বস্তুকে দেখার জন্য নীচের কোন ধরনের উত্তল লেন্স প্রয়োজন-
(A) মোটা এবং বেশি ফোকাস দৈর্ঘ্য যুক্ত।
(B) মোটা এবং কম ফোকাস দৈর্ঘ্য যুক্ত।
(C) পাতলা এবং বেশি ফোকাস দৈর্ঘ্য যুক্ত।
(D) পাতলা এবং কম ফোকাস দৈর্ঘ্য যুক্ত।

Ans- (C) পাতলা এবং বেশি ফোকাস দৈর্ঘ্য যুক্ত।

12.পিউপিল -এর আকার নিয়ন্ত্রিত হয় নীচের কোনটি দ্বারা-
(A) আইরিশ
(B) কর্নিয়া
(C) সিলিয়ারি পেশী
(D) অপটিক নার্ভ

Ans- (A) আইরিশ
(আইরিশের গহ্বরকে পিউপিল বলা হয়।
* পিউপিল কিন্তু কালো হয়।
* পিউপিল কালো দেখায় কারণ সেটি থেকে কোনো আলো প্রতিফলিত হয়ে বাইরে আসে না)।

13.মানুষের চোখে একোমোডেশান ক্ষমতা হলো-
(A) লেন্সকে মোটা করে দূরের বস্তু দেখার ক্ষমতা।
(B) লেন্সকে পাতলা করে কাছের বস্তু দেখার ক্ষমতা।
(C) বিভিন্ন দূরত্বের বস্তুকে দেখার ক্ষমতা।
(D) বিভিন্ন রঙের আলোকে বোঝার ক্ষমতা

Ans- (C) বিভিন্ন দূরত্বের বস্তুকে দেখার ক্ষমতা।

14.খুব জোরালো আলোর সামনে আমাদের চোখ অনেক সময় অন্ধকার দেখায় এর কারণ কি?
(A) খুব দ্রুত আইরিশ পিউপিলকে Adjustment করতে পারে না।
(B) পিউপিল সমান্তরালে থাকার কারণে
(C) পিউপিল সংকুচিত হওয়ার ফলে ঐ আলোর পরিমাণ কমে যায়
(D) All of the Above

Ans- (A) খুব দ্রুত আইরিশ পিউপিলকে Adjustment করতে পারে না।
(এই Adjustment -এর জন্য কিছুটা সময় লাগে।যার ফলে কিছু সময় পরে আমাদের চোখের সামনে থেকে অন্ধকার কেটে যায়)।

15.কর্নিয়া এবং আই লেন্সের মাঝখানে যে থকথকে পর্দা থাকে তাকে কি বলা হয়?
(A) অ্যাকুয়াস হিউমার
(B) ভিট্রিয়াস হিউমার
(C) একোমোডেশান
(D) Blind Spot

Ans- (A) অ্যাকুয়াস হিউমার (Aqueous Humour)
(আই লেন্স রেটিনার মাঝখানে যে স্বচ্ছ জেলি সদৃশ পর্দা থাকে তাকে বলা হয় “Vitreous Humour” (ভিট্রিয়াস হিউমার)।

16.আমাদের রেটিনাতে কিরূপ প্রতিবিম্ব তৈরি হয়?
(A) সোজা এবং অসদ প্রতিবিম্ব
(B) উল্টো এবং অসদ প্রতিবিম্ব
(C) উল্টো এবং সদ প্রতিবিম্ব
(D) কোনো প্রতিবিম্বই তৈরি হয় না

Ans-(C) উল্টো এবং সদ প্রতিবিম্ব

17.চোখের লেন্সকে মোটা বা পাতলা করে কাছের বা দূরের বস্তু দেখার ক্ষমতা এবং ফোকাস দৈর্ঘ্যকে Adjust করার ক্ষমতাকে কি বলা হয়?
(A) Blind Spot
(B) Aqueous Humour
(C) Vitreous Humour
(D) Accommodation

Ans- (D) Accommodation (একোমোডেশান)
(মনে রাখবে- দূর থেকে আসা রশ্মিগুলো সমান্তরাল হয় আর কাছের থেকে আসা রশ্মিগুলো অপসারিত বা অগোছালো হয়)।

18.একজন সুস্থ মানুষের চোখের একোমোডেশানের পাওয়ার কত হয়?
(A) -3.2 ডায়াপ্টার
(B) +2.1 ডায়াপ্টার
(C) 4 ডায়াপ্টার
(D) -1.75 ডায়াপ্টার

Ans- (C) 4 ডায়াপ্টার
(চোখের পাওয়ারের একককে বলা হয় ডায়াপ্টার (D)।

19.একজন বয়স্ক ব্যক্তি 100 মিটার দূরে থাকা একটি গাছকে সহজেই দেখতে পাচ্ছে, কিন্তু তার সামনে থাকা বইটিকে পড়তে পারছে না।তিনি কোন রোগে ভুগছেন?
(A) হাইপারমেট্রোপিয়া
(B) মায়োপিয়া
(C) শর্ট সাইটেডনেস
(D) Both B & C

Ans- (A) হাইপারমেট্রোপিয়া
(হাইপারমেট্রোপিয়া মানে দূরের দৃষ্টি ভালো কিন্তু কাছের দৃষ্টি খারাপ।হাইপারমেট্রোপিয়াকে বলা হয় “লং সাইটেডনেস”।
* মায়োপিয়া – যাদের কাছের দৃষ্টি ভালো কিন্তু দূরের দৃষ্টি খারাপ।এই জন্য মায়োপিয়াকে বলা হয় “শর্ট সাইটেডনেস”)।

20.যখন কোনো ব্যক্তি নূন্যতম দূরত্ব 25 সেমির থেকে বেশি দূরে রাখলে তবেই কেবলমাত্র কোনো বস্তুকে দেখতে পান।তিনি কোন রোগে ভুগছেন?
(A) হাইপারমেট্রোপিয়া
(B) মায়োপিয়া
(C) শর্ট সাইটেডনেস
(D) Both B & C

Ans- (A) হাইপারমেট্রোপিয়া
(মাথায় রাখবে 25 সেমির কাছে রাখলে কেউই দেখতে পাবে না।
* 25 সেমির দূরে রাখলে ঐ ব্যক্তি ভালো দেখতে পায়।তার মানে ঐ ব্যক্তির দূরের দৃষ্টি ভালো কাছের দৃষ্টি খারাপ।অর্থাৎ ঐ ব্যক্তি হাইপারমেট্রোপিয়া রোগে ভুগছেন)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.