তড়িৎ চুম্বক ও চৌম্বকত্ব
61. সলিনয়েড তৈরি করতে নীচের কোনটি ব্যবহার করা হয়?
(A) Soft Iron
(B) Brass
(C) Steel
(D) Copper
62. তড়িৎ পরিবাহী সলিনয়েডের মধ্যে অবস্থিত ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলি-
(A) সলিনয়েডের Axis -এর সাথে সমান্তরাল হয়।
(B) বৃত্তাকার হয়।
(C) Axis (অ্যাক্সিস)-এর সাথে লম্বা আকৃতির হয়।
(D) None of these
63. তড়িৎ চুম্বকের North-South পোলারিটি চেনার জন্য নীচের কোনটি ব্যবহার করা হয়?
(A) Clock Force Rule
(B) ফ্লেমিং -এর ডান হস্ত নিয়ম
(C) ফ্লেমিং -এর বাম হস্ত নিয়ম
(D) কোনোটিই নয়
64. একটি লম্বভাবে তড়িৎ প্রবাহী তারের চৌম্বক রেখা গুলির দিক নির্দেশ জানতে ব্যবহার করা হয় –
(A) Clock Force Rule
(B) ম্যাক্সওয়েলের ডান হস্ত বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম
(C) ফ্লেমিং -এর বাম হস্ত নিয়ম
(D) None of these
65. তড়িৎ চুম্বকীয় প্রভাব কে আবিস্কার করেন?
(A) মাইকেল ফ্যারাডে
(B) ওয়েরস্টেড
(C) নিউটন
(D) হামফ্রে ডেভি