তড়িৎ চুম্বক ও চৌম্বকত্ব

21. পদার্থ যাদেরকে সহজেই ম্যাগনেটে পরিণত করা যায় তাদেরকে কি বলা হয়?
(A) Ferromagnetic
(B) Homomagnetic
(C) Magnetic
(D) Alconicolic

Ans- (A) Ferromagnetic (ফেরো ম্যাগনেটিক)।

22.একটি লম্বভাবে দাঁড় করানো তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত করলে যে তড়িৎ চুম্বকীয় শক্তি উৎপন্ন হয় তার চুম্বক লাইন গুলি-
(A) একক কেন্দ্রীয় বৃত্ত (Co-Centric) গুলির সমন্বয়ে তৈরি
(B) লম্বভাবে অবস্থানকারী দাগের সমন্বয়ে তৈরি
(C) পরস্পর একে অপরের ছেদ করে
(D) All of the above

Ans- (A) একক কেন্দ্রীয় বৃত্ত (Co-Centric) গুলির সমন্বয়ে তৈরি

23.একটি লম্বভাবে অবস্থানকারী তড়িৎ প্রবাহী তারের দ্বারা উৎপন্ন ম্যাগনেটিক ফিল্ডের মান-
(A) কতটা কারেন্ট প্রবাহিত হয়েছে তার সঙ্গে সমানুপাতিক
(B) কতটা কারেন্ট প্রবাহিত হয়েছে তার সঙ্গে ব্যস্তানুপাতিক
(C) দুটির মধ্যে কোনো সম্পর্ক নেই
(D) None of these

Ans- (A) কতটা কারেন্ট প্রবাহিত হয়েছে তার সঙ্গে সমানুপাতিক

24.একটি লম্বভাবে দাঁড় করানো তড়িৎ প্রবাহী তারের দ্বারা উৎপন্ন ম্যাগনেটিক ফিল্ডের উপর অবস্থিত একটি পয়েন্ট-
(A) ম্যাগনেটিক প্রভাব কমতে থাকে যত তার থেকে দূরে যাবে।
(B) ম্যাগনেটিক প্রভাব বাড়তে থাকে যত তার থেকে দূরে যাবে।
(C) Both A & B
(D) None of these

Ans- (A) ম্যাগনেটিক প্রভাব কমতে থাকে যত তার থেকে দূরে যাবে।

25.একটি বৃত্তাকার কারেন্ট প্রবাহী তারের চৌম্বক ক্ষেত্রে প্রভাব তত বৃদ্ধি পাবে-
(A) যত তুমি তারের পাক সংখ্যা বাড়াবে
(B) যত ব্যাসার্ধের সংখ্যা কমানো যাবে
(C) Both A & B
(D) None of these

Ans- (C) Both A & B

26.একটি তড়িৎ চুম্বকের শক্তি নির্ভর করে-
(A) তারের পাক সংখ্যার উপর
(B) তড়িৎ প্রবাহের উপর
(C) মেরু দুটির শূন্যস্থানের উপর
(D) All of the above

Ans- (D) All of the above

27.শক্তিশালী চুম্বক বানানোর জন্য নীচের কোনটি ব্যবহার করা হয়?
(A) অ্যালনিকো
(B) লোহা (Fe)
(C) নিকেল
(D) অ্যালুমিনিয়াম

Ans- (A) অ্যালনিকো (Alnico)
(অ্যালনিকো Basically অ্যালুমিনিয়াম + কোবাল্ট + নিকেল দিয়ে তৈরি একটা সংকর ধাতু)।

28.অ্যালনিকোতে কিসের পরিমাণ বেশি থাকে?
(A) কোবাল্ট
(B) নিকেল
(C) লোহা
(D) Titanium

Ans- (B) নিকেল
(অ্যালুমিনিয়াম, কোবাল্ট এবং নিকেল মধ্যে নিকেল হলো সবচেয়ে “Ferromagnetic”)।

29.প্রাকৃতিক ম্যাগনেটকে কি বলা হয়?
(A) ম্যাগনেটাইট
(B) ফেরোটাইট
(C) Both B & D
(D) লোডস্টোন (Lodestone)

Ans- (C) Both B & D

30.ফেরাটাইট (Ferrite)/Ceramic ম্যাগনেট নীচের কোনটি দিয়ে তৈরি হয়?
(A) হেমাটাইট
(B) আয়রন অক্সাইড
(C) সিডরাইট
(D) None of these

Ans- (B) আয়রন অক্সাইড

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.