তড়িৎ চুম্বক ও চৌম্বকত্ব

11. “তড়িৎ চুম্বকীয় প্রভাব” (Electro Magnetism) -কে আবিস্কার করেন?
(A) নিউটন
(B) আলফ্রেড নোবেল
(C) ওয়েরস্টেড
(D) আলেকজান্ডার গ্রাহামবেল

Ans- (C) ওয়েরস্টেড (Oersted)
(Oersted 1820 সালের 21 শে এপ্রিল “Electro Magnetism’ – আবিস্কার করেন)।

12.ম্যাগনেটিক ফিল্ডের চুম্বক রেখা গুলি যত কাছাকাছি থাকবে-
(A) ম্যাগনেটিক ফিল্ড তত দূর্বল হবে
(B) ম্যাগনেটিক ফিল্ড তত শক্তিশালী হবে
(C) ম্যাগনেটিক ফিল্ড এবং চুম্বক রেখা গুলির মধ্যে কোনো সম্পর্ক নেই
(D) No Option is Correct

Ans- (B) ম্যাগনেটিক ফিল্ড তত শক্তিশালী হবে
(দুই মেরুর কাছে চুম্বক রেখা গুলি কাছাকাছি আসে কিন্তু কেন্দ্রের কাছে দূরে চলে যায়।তাই ম্যাগনেটিক ফিল্ডের যত কাছাকাছি চুম্বক রেখা গুলি আসবে ম্যাগনেটিক ফিল্ড তত শক্তিশালী হবে)।

13.একটি ম্যাগনেটের ম্যাগনেটিক শক্তি-
(A) মেরুর কাছে বেশি কেন্দ্রের কাছে কম
(B) মেরুর কাছে কম কেন্দ্রের কাছে সবথেকে বেশি
(C) সব জায়গায় সমান
(D) মেরু এবং কেন্দ্রের মাঝামাঝি সবথেকে বেশি হয়।

Ans- (A) মেরুর কাছে বেশি কেন্দ্রের কাছে কম

14.ম্যাগনেটিক ফিল্ডের চুম্বক রেখা গুলি-
(A) উত্তর মেরুতে শুরু হয়,দক্ষিণ মেরুতে শেষ হয়
(B) দক্ষিণ মেরুতে শুরু হয়,উত্তর মেরুতে শেষ হয়
(C) কোনো মেরুতে স্পর্শ করবে না
(D) উপরের কোনোটিই ঠিক নয়

Ans- (A) উত্তর মেরুতে শুরু হয়,দক্ষিণ মেরুতে শেষ হয়

15.ম্যাগনেটিক ফিল্ডের চুম্বক রেখা গুলি-
(A) একে অপরকে 60 ডিগ্রীতে ক্রস করে
(B) একে অপরকে লম্বভাবে ক্রস করে
(C) কখনোই ক্রস করবে না
(D) None of these

Ans- (C) কখনোই ক্রস করবে না

16.পৃথিবী একটি চুম্বক এটির উত্তর মেরু আছে-
(A) পৃথিবীর দক্ষিণ মেরুর কাছে
(B) পৃথিবীর উত্তর মেরুর কাছে
(C) পৃথিবীর পূর্ব-পশ্চিম গোলার্ধ বরাবর
(D) পৃথিবীর দক্ষিণ-পশ্চিম গোলার্ধ বরাবর

Ans- (A) পৃথিবীর দক্ষিণ মেরুর কাছে (15° কোণে অবস্থান করে)।

17.পৃথিবীর কক্ষের সাথে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্রে কত ডিগ্রি কোণ করে থাকবে?
(A) 90°
(B) 60°
(C) 45°
(D) 15°

Ans- (D) 15°

18.নীচের কোনটি ম্যাগনেট দ্বারা আকর্ষিত হয় না?
(A) স্টিল
(B) ব্রাস
(C) কোবাল্ট
(D) নিকেল

Ans- (B) ব্রাস (Brass)/পিতল।
(Steel, Cobalt, Nickel -এরা হলো “ফেরো ম্যাগনেটিক”(Ferromagnetc)।অর্থাৎ এরা ম্যাগনেট দ্বারা আকর্ষিত হয়।
* পিতল, পেপার (কাগজ), কাঠ, নর্মাল সুতো -এরা ম্যাগনেট দ্বারা আকর্ষিত হয় না)।

19.পৃথিবীর ম্যাগনেটের চুম্বক ক্ষেত্র নীচের কোন ধরনের চুম্বক ক্ষেত্রের সমান?
(A) I – Shaped
(B) V – Shaped
(C) U – Shaped
(D) P – Shaped

Ans- (A) I – Shaped

20.একটি বার ম্যাগনেটের দক্ষিণ মেরুর কাছে কম্পাসকে রাখা হলে,কম্পাসের সূচ কি করবে?
(A) দক্ষিণ মেরুর দিকে থাকবে
(B) উত্তর মেরুর দিকে থাকবে
(C) দক্ষিণ মেরু থেকে দূরে সরে থাকবে
(D) বার ম্যাগনেটের মধ্যবর্তী বিন্দুকে নির্দেশ করবে

Ans- (A) দক্ষিণ মেরুর দিকে থাকবে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.