বিভিন্ন আবিষ্কার ও আবিস্কারক

91.”বসন্ত রোগের”-টিকা কে আবিষ্কার করেন?
(A) উইলিয়াম হার্ভে
(B) টরেসিলি
(C) ডঃ জেনার
(D) উপেন্দ্র নাথ ব্রম্মচারী

Ans- (C) ডঃ জেনার
(ব্রিটিশ বিজ্ঞানী ডঃ জেনার 1786 খ্রিস্টাব্দে বসন্ত রোগের”-টিকা আবিষ্কার করেন)।

92.”কালাজ্বরের ঔষধ”-কে আবিষ্কার করেন?
(A) উইলিয়াম হার্ভে
(B) টরেসিলি
(C) ম্যাকমিলান
(D) উপেন্দ্র নাথ ব্রম্মচারী

Ans- (D) উপেন্দ্র নাথ ব্রম্মচারী
(এই ভারতীয় বিজ্ঞানী 1922 খ্রিস্টাব্দে “কালাজ্বরের ঔষধ”-আবিষ্কার করেন)।

93.”ব্যারোমিটার”-কে আবিষ্কার করেন?
(A) উইলিয়াম হার্ভে
(B) টরেসিলি
(C) ম্যাকমিলান
(D) ইস্টম্যান কোডাক

Ans- (B) টরেসিলি
(ইতালীয় বিজ্ঞানী 1644 খ্রিস্টাব্দে “ব্যারোমিটার”- আবিষ্কার করেন।
* উল্লেখ্য ব্যারোমিটার দিয়ে বাতাসের চাপ মাপা হয়)।

94.নিন্মের কোন বিজ্ঞানী “ক্যামেরা” আবিস্কার করেন?
(A) উইলিয়াম হেগেল
(B) টরেসিলি
(C) ম্যাকমিলান
(D) ইস্টম্যান কোডাক

Ans- (D) ইস্টম্যান কোডাক
(এই মার্কিন বিজ্ঞানী 1888 সালে “ক্যামেরা”-আবিষ্কার করেন)।

95.”বাই সাইকেল”- কে আবিষ্কার করেন?
(A) স্যামুয়েল কোল্ট
(B) টরেসিলি
(C) ম্যাকমিলান
(D) ফ্রয়েলিচ

Ans- (C) ম্যাকমিলান
(স্কটল্যান্ডের বিজ্ঞানী ম্যাকমিলান 1839 খ্রিস্টাব্দে “বাই সাইকেল”- আবিষ্কার করেন)।

96.”ট্রাক্টর”- নিন্মের কোন বিজ্ঞানী আবিষ্কার করেন?
(A) স্যামুয়েল কোল্ট
(B) টরেসিলি
(C) মার্গেরিস
(D) ফ্রয়েলিচ

Ans- (D) ফ্রয়েলিচ
(মার্কিন বিজ্ঞানী ফ্রয়েলিচ 1892 খ্রিস্টাব্দে “ট্রাক্টর”- আবিষ্কার করেন)।

97.”টেলিফোন”-কে আবিষ্কার করেন?
(A) আলেকজান্ডার গ্রাহাম বেল
(B) নেতিয়ে কুরি
(C) জগদীশ চন্দ্র বসু
(D) ডঃ হোমিও জাহাঙ্গীর ভাবা

Ans- (A) আলেকজান্ডার গ্রাহাম বেল
(মার্কিন বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল 1876 খ্রিস্টাব্দে “টেলিফোন”-আবিষ্কার করেন)।

98.”এরোপ্লেন”-কে আবিষ্কার করেন?
(A) উইলভার রাইট
(B) অলভিল রাইট
(C) কর্নেল ডেভিড ম্যালকম
(D) A & B উভয়ই

Ans- (D) A & B উভয়ই
(এই দু-জন মার্কিন বিজ্ঞানী ছিলেন দুই ভাই।এদের কে রাইট ভাতৃদ্বয় বলা হয়।এই রাইট ভাতৃদ্বয় 1903 খ্রিস্টাব্দে “এরোপ্লেন”- আবিষ্কার করেন)।

99.”রিভালবার”- আবিষ্কার করেন কে?
(A) স্যামুয়েল কোল্ট
(B) টরেসিলি
(C) মার্গেরিস
(D) ফ্রয়েলিচ

Ans- (A) স্যামুয়েল কোল্ট
(এই মার্কিন বিজ্ঞানী 1835 খ্রিস্টাব্দে “রিভালবার”- আবিষ্কার করেন)।

100.হাইগ্রোমিটার কে আবিষ্কার করেন?
(A) হার্সে বেনেডিক্ট
(B) টরেসিলি
(C) মার্গেরিস
(D) ফ্রয়েলিচ

Ans- (A) হার্সে বেনেডিক্ট
(সুইডিশ বিজ্ঞানী ও জিয়োলজিস্ট হার্সে বেনেডিক্ট 1783 খ্রিস্টাব্দে হাইগ্রোমিটার আবিষ্কার করেন।
* হাইগ্রোমিটারের সাহায্যে Humidity Measurement করা হয়)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.