Current Affairs of the Day: 7 September 2019

Daily Current Affairs Questions in Bengali. Top current affairs of the day: 7 September 2019.

1. ” International Day of Charity”- কবে পালন করা হয়?
(A) 5 th সেপ্টেম্বর
(B) 4 th সেপ্টেম্বর
(C) 7 th সেপ্টেম্বর
(D) 6 th সেপ্টেম্বর

Ans- (A) 5 th সেপ্টেম্বর(এটি পালন করে United Nations)। United Nations স্থাপিত হয় 24 অক্টোবর 1945 সালে। এর হেড কোয়ার্টার রয়েছে মার্কিনযুক্তরাস্ট্রের নিউ ইয়র্কে। এবং এর সেক্রেটারি জেনারেল বর্তমানে রয়েছেন আন্তোনিও গুটেরর্স)।

2. ” Lamp of Peace of Saint Francis Award 2019″ কে পেলো?
(A) শেখ হাসিনা
(B) আব্দুল কাদের
(C) মোহাম্মদ উইনিস
(D) ইমরান খান
Ans- (C) মোহাম্মদ উইনিস ( ইনি হলেন বাংলাদেশের গ্রামীন ব্যাংকের প্রতিষ্ঠাতা। এই Award টি দিয়েছে ভ্যাটিকান সিটি)।

3. ভারতীয় আর্মি সম্প্রতি অংশগ্রহণ করবে “TSENTR 2019”- এটি কোথায় অনুষ্ঠিত হবে?
(A) India
(B) Russia
(C) China
(D) London
Ans- (B) Russia তে অনুষ্ঠিত হবে।(Armies of Pakistan, China, Uzbekistan, Kyrgyzstan, Tajikistan and Russia will also Participate in the Exercise)।

4. ” Digi Smart”- Credit Card ” কোন ব্যাংক লঞ্চ করলো?
(A) ইন্ডিয়ান ব্যাংক
(B) ইউকো ব্যাংক
(C) SBI ব্যাংক
(D) স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
Ans- (D) স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
(Chairman of Standard Chartered Bank Jose Vinals এবং এর হেড কোয়ার্টার রয়েছে London, United Kingdom.এবং এর Tagline হলো Your Right Partner)।

5. ” World Economic Forum (WEF) এর বিচারে “World Travel & Tourism Competitiveness Index 2019” এ ভারতের Rank কত?
(A) 32
(B) 34
(C) 36
(D) 38
Ans- (B) 34 (প্রথম স্থানে রয়েছে স্পেন)।

6. কোন রাজ্যের “Disaster Management Authority” পেলো IT Excellence Award?
(A) আসাম
(B) বাংলা
(C) উড়িষ্যা
(D) নাগাল্যান্ড
Ans- (C) উড়িষ্যা ( Chief Minister of Odisha Naveen Pataik and Governor Ganeshi Lal)।

7. 5 তম “Eastern Economic Forum”- কোথায় অনুষ্ঠিত হলো?
(A) জার্মানিতে
(B) নিউ দিল্লীতে
(C) নিউ ইয়র্কে
(D) রাশিয়াতে
Ans- (D) রাশিয়াতে (রাশিয়ার ভ্লাদিভস্কে এটি অনুষ্ঠিত হয়)
এই Forum এর Chif Guest ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদিজী এই সম্মেলনে লঞ্চ করলেন “Act Far East Policy for Russia”। এছাড়াও তিনি এখানে ঘোষণা করেন রাশিয়ার Development এর জন্য বিশেষ করে Resource- Rich Region এর জন্য 1 বিলিয়ন ডলার দেওয়া হবে)।
President of Russia Vladimir Putin. Capital Moscow এবং এখানকার Currency র নাম হলো রাশিয়ান রুবেল)।

8. টেস্ট ক্রিকেটের ইতিহাসে কে সবচেয়ে কম বয়সী ক্যাপ্টেন হলেন?
(A) ইউসুরু উদানা
(B) বাবর আজম
(C) রশিদ খান
(D) আদিল রশিদ
Ans- (C) রশিদ খান ( ইনি হলেন আফগানিস্তানের অফ ব্রেক স্পিনার। এর আগে এই কৃতিত্বের অধিকারী ছিলেন জিম্বাবুয়ের তাতেন্দা টাইবু। আফগানিস্তানের রাজধানী হল Kabul এবং মুদ্রার নাম আফগান আফগানি)।

9. সম্প্রতি কোন আফগানি ক্রিকেটার টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি হাকালেন ?
(A) রশিদ খান
(B) আসগর আফগান
(C) মুজিবুর রহমান
(D) রহমত শেখ
Ans- (D) রহমত শেখ ( রহমত শেখই প্রথম আফগান ক্রিকেটার যিনি টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করলেন)।

10. CBI কোথায় প্রথম “National Conference on Cyber Crime Investigation and Cyber Forensics”- উদ্বোধন করলেন?
(A) আসামে
(B) নিউ দিল্লিতে
(C) পটনাতে
(D) চন্ডীগড়ে
Ans- (B) নিউ দিল্লিতে( Director of Central Bureau of Investigation (CBI) Rishi Kumar Shukla)।

Read September 2019 full month current affairs.

Monthly Current Affairs  Daily Current Affairs 2019
Top GK Questions in BengaliRRB Previous Year Questions

আমাদের টেলিগ্রাম Group  জয়েন করুন https://t.me/gkbangla1

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.