Current Affairs of the Day: 3 September 2019

11. ISSF বিশ্ব কাপে 10 Meter Air Pistol এ সম্প্রতি সোনা পেলো কে?
(A) যশশ্বনী সিং দেশওয়াল
(B) অমৃতা পাড়ে
(C) শুশিলা রেড্ডি
(D) অনিতা রাও

Ans- (A) যশশ্বনী সিং দেশওয়াল ( এটি অনুষ্ঠিত হয়ে ছিলো ব্রাজিলের রিও ডি জেনোরতে। ব্রাজিলের রাজধানীর নাম ব্রাজিলিয়া (Brasilia) এবং এখানকার মুদ্রার নাম Brazilian Real)।

12. সম্প্রতি বাংলাদেশ সরকার কোন ভারতীয় সংস্থার সাথে যৌথভাবে Gas Based Power Plant তৈরি করার সিদ্ধান্ত নিল?
(A) HP
(B) Indian Oil
(C) Reliance
(D) ভারত পেট্রোলিয়াম
Ans- (C) Reliance কোম্পানির সাথে।( এটি তৈরি করা হবে ঢাকার নিকটে মেঘনাতে। এটির কাজ শেষ হবে 2022 সালে। এটি 750 MW গ্যাস উৎপাদন করার ক্ষমতা রাখবে। এছাড়াও Reliance কোম্পানি একটি MOU চুক্তি স্বাক্ষর করলো বাংলাদেশর পেট্রো বাংলার সাথে যারা 500 MMSCFD(Milion Standared Cubic Feet Per day) LNG Terminal করবে কুটুবিয়া আই ল্যান্ড, চিটাগাং, বাংলাদেশ)।

13. “Ghazanavi Surface – To – Surface Ballistic”- Missile টেস্ট ফায়ার করলো
(A) ভারত
(B) পাকিস্তান
(C) ইসরাইল
(D) আফগানিস্তান
Ans- (B) পাকিস্তান।

14. “Namaste Pacific” কোথায় অনুষ্ঠিত হল
(A) লন্ডনে
(B) চীনে
(C) নেপালে
(D) নিউ দিল্লিতে
Ans- (D) নিউ দিল্লিতে(অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া, নিউ গিনি ও ফিজির হাই কমিশনাররা যৌথভাবে আয়োজন করেন এই Cultural ইভেন্টের যার নাম “Namaste Pacific”-এটি অনুষ্ঠিত হয় ভারতের রাজধানী নিউ দিল্লিতে)।

15. Amazon ওয়েব সার্ভিস সম্প্রতি কোন IIT – এর সাথে যৌথভাবে “National Artificial Intelligence Resource Portal(NAIRP) লঞ্চ করলো?
(A) IIT কানপুর
(B) IIT খড়গপুর
(C) IIT মাদ্রাজ
(D) IIT দিল্লি
Ans- (B) IIT খড়গপুর

16. সম্প্রতি 67 তম নেহেরু ট্রফি বোট রেশ কে জিতলেন?
(A) কমল হাসান
(B) এন শর্মা
(C) নাদুভগাম চুন্দন
(D) অম্বিকা সোনি
Ans- (C) নাদুভগাম চুন্দন(এটি অনুষ্ঠিত হয়েছিল কেরালার আলপ্পুজার পান্নামদা হ্রদে)

17. নরেন্দ্র মোদীর “স্বচ্ছ ভারত অভিযানের” জন্য কোন কোম্পানি নরেন্দ্র স্বচ্ছ ভারত অভিযানকে Award দেবার কথা ঘোষণা করলো?
(A) Amazon
(B) Google
(C) মাইক্রোসফট
(D) ফ্লিপকার্ট
Ans- (C) মাইক্রোসফট ( মাইক্রোসফটের জনক বিল গেটসের স্বেচ্ছাসেবী সংস্থা ” বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন” স্বচ্ছ ভারত অভিযানকে এই পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন)

Monthly Current Affairs  Daily Current Affairs 2019
Top GK Questions in BengaliRRB Previous Year Questions

আমাদের টেলিগ্রাম Group  জয়েন করুন https://t.me/gkbangla1

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.