Current Affairs of the Day: 18 September 2019

1. “মুখ্যমন্ত্রী সেবা সংকল্প হেল্পলাইন 1100”- লঞ্চ করলো কোন রাজ্য ?
(A)অরুণাচল প্রদেশ
(B) হিমাচল প্রদেশ
(C) মধ্যপ্রদেশ
(D) উত্তরপ্রদেশ
(B) হিমাচল প্রদেশ

Ans- ( Capital of Himachal Prodesh – Shimla, Chief Minister of Himachal Pradesh- Joyram Thakur রাজ্যপাল- বন্দারু দত্তত্রেয়)

2. কোন দেশ সম্প্রতি” Lotus Tower” – উদ্বোধন করলেন?
(A) ভারত
(B) চীন
(C) বাংলাদেশ
(D) শ্রীলঙ্কা
Ans- (D) শ্রীলঙ্কা (এটির উচ্চতা 350 মিটার, এবং এই টাওয়ারটি তৈরি করতে খরচ হয়েছে 100 US মার্কিন ডলার। এটি Mainly তৈরি হয়েছে চীনের সহযোগিতায়।
শ্রীলঙ্কার রাজধানীর নাম-কলোম্ব
রাষ্ট্রপতি: মৈত্রীপাল সিরিসেন
প্রধানমন্ত্রী : রনীল বিক্রমসিং এবং মুদ্রা : রুপি)।

3. সম্প্রতি ” Best ATP Ranking” – ভারতের প্রখ্যাত টেনিস তারকা সুমিত নাগালের স্থান কত?
(A) 152
(B) 66
(C) 159
(D) 169
Ans- (C) 159 ( এক নম্বর স্থানে রয়েছেন সুইজারল্যান্ডের রোজার ফেডেরার।
ATP এর সম্পূর্ণ নাম হলো : Association Tennis Professional)।

4. প্রথম কুস্তি বিদ হিসেবে টোকিও অলিম্পিকে অংশ গ্রহণের যোগ্যতা অর্জন করলো কে?
(A) বজরং পুনিয়া
(B) বিদ্যা কাকরণ
(C) ভিনেস ফোগার্ট
(D) দীনেশ আর্য
Ans- (C) ভিনেস ফোগার্ট (সম্প্রতি ইনি World Championship- এ ব্রোঞ্জ জিতেছেন। জাপানের টোকিওতে অলিম্পিক গেম হবে 2020 সালে এবং 2024 এ হবে প্যারিসে(ফ্রান্স)।অলিম্পিক কমিটির সদর দপ্তর বা হেড কোয়ার্টার হলো সুইজারল্যান্ডের লুসানে)।

5. সম্প্রতি ডাক বিভাগ মোট কয়টি দেশে “স্পীড পোস্ট” পরিষেবা”-চালু করলো?
(A) 4 টি দেশে
(B) 5 টি দেশে
(C) 6 টি দেশে
(D) 7 টি দেশে
Ans- (C) 6 টি দেশে

6. সম্প্রতি ” Department of the Telecommunications “- কোন রাজ্যে একটি পোর্টাল লঞ্চ করলো চুরি যাওয়া মোবাইল খোঁজার জন্য?
(A) মহারাষ্ট্র
(B) পাঞ্জাব
(C) বিহার
(D) পশ্চিমবঙ্গ
(A) মহারাষ্ট্র
Ans- (মহারাষ্ট্রের রাজধানী : মুম্বাই , Chief Minister : দেবেন্দ্র ফোরণবিশ, রাজ্যপাল : ভগত সিং কোশিয়ারী)।

7. কোন রাজ্য সম্প্রতি অঙ্গনারী সেন্টার গুলোতে 16-21 সেপ্টেম্বর পর্যন্ত “শিশু সপ্তাহ”- পালন করছে?
(B) বিহার
(B) ঝাড়খণ্ড
(C) মধ্যপ্রদেশ
(D) উত্তরপ্রদেশ
Ans- (D) উত্তরপ্রদেশ
( উত্তরপ্রদেশের রাজধানী : লখনউ
Chief Minister : যোগী আদিত্যনাথ
রাজ্যপাল : আনন্দীবেন প্যাটেল)।

8. সম্প্রতি কোন রাজ্য মালদ্বীপের সাথে “MoU” চুক্তি স্বাক্ষর করলো আরও উন্নত মানের ক্যান্সার চিকিৎসার জন্য?
(A) ছত্রিশগড়
(B) কেরালা
(C) উত্তরাখণ্ড
(D) পন্ডিচেরী
Ans- (B) কেরালা
(MoU এর সম্পূর্ণ নাম হলো – Memorandum of Understanding.
Capital of kerala: তিরুবনন্তপুরোম
Chief Minister : পিনারাই বিজয়ন
রাজ্যপাল : আরিফ মহম্মদ খান)।

9. সম্প্রতি কোথায় “Indian Council of Cultural Relations 5 th International Ramayan Festival”- অনুষ্ঠিত হল?
(A) আমেদাবাদে
(B) নাসিকে
(C) নিউ দিল্লিতে
(D) ভুবেনস্বরে
Ans- (C) নিউ দিল্লিতে

10. সম্প্রতি কোথায় ভারতে প্রথম “Antimicrobial Hub”- কোথায় খোলা হলো?
(A) সিকিমে
(B) তামিলনাডুতে
(C) মুঙ্গেরে
(D) কলকাতায়
Ans- (D) কলকাতায় ( এটি পশ্চিমবঙ্গের রাজধানী) এটি ভারতে প্রথম খোলা হলো)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.