রসায়ন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর

41. হজম বা ডাইজেশনে Problem হলে ঘরোয়া পদ্ধতিতে আমরা নিন্মের কোনটি ব্যবহার করি?
(A) ভিনিগার
(B) লেমন জুস
(C) বেকিং সোডা
(D) কস্টিক সোডা

Ans-(C) বেকিং সোডা

42. নিন্মের কোন pH Value -এর ক্ষেত্রে হাইড্রোনিয়াম আয়ন কন্সেন্ট্রেশন সব থেকে বেশি?
(A) 5
(B) 12
(C) 4
(D) 2
Ans-(D) 2
(মাথায় রাখবে 7 এর নিচে গেলে হয় অ্যাসিড আর 7 এর উপরে গেলে হয় ক্ষারীয়।হাইড্রোনিয়াম আয়ন (H3O+)।

43. মিল্ক অফ ম্যাগনেসিয়ামের pH Value কত?
(A) 4
(B) 7.5
(C) 10.5
(D) 14
Ans-(C) 10.5
(এটা ক্ষারীয় হয়। কারণ এটি 7 এর উপরে।তবে এটা কিন্ত Actually ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড।কারণ মিল্ক অফ ম্যাগনেসিয়ামের মধ্যে হাইড্রোক্সাইড থাকে)।

44. দূর্বল ক্ষারের pH Value নিন্মের কোনটি?
(A) 7.1 to 10
(B) 11 to 14
(C) 2 to 6
(D) None
Ans-(A) 7.1 to 10
(মাথায় রাখবে সব থেকে কম যার pH Value সেটা খুব বেশি অ্যাসিডিক হয়।আর যার সব থেকে বেশি pH Value এটা সব থেকে বেশি ক্ষারীয় হয়)।

45. প্রবল ক্ষারের ক্ষেত্রে ইউনিভার্সাল যে বর্ণের দেখা যায়?
(A) গাঢ় লাল (Deep Red)
(B) সবুজ (Green)
(C) বেগুনী (Violet)
(D) হলুদ (Yellow)
Ans-(C) বেগুনী (Violet)
(মাথায় রাখবে যত অ্যাসিডিক হবে তত Red Related হয়।আর যত ক্ষারের দিকে যায় তত Blue Related হয়।
Deep Red :- তীব্র অ্যাসিড
Green :- না অ্যাসিড না ক্ষার
Yellow :- মৃদ ক্ষার
Violet :- তীব্র ক্ষার)

46. মানুষের পাকিস্থলীতে অবস্থিত হাইড্রোক্লোরিক অ্যাসিডের pH Value কত?
(A) 10
(B) 9
(C) 1.4
(D) 4
Ans-(C) 1.4

47. মিল্ক অফ ম্যাগনেসিয়ামের মধ্যে নিন্মের কোনটি থাকে?
(A) ম্যাগনেসিয়াম ডাই-অক্সাইড
(B) ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড
(C) জিঙ্ক সালফেট
(D) লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড
Ans-(B) ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড

48. দাঁতের ক্ষয় শুরু হয় যখন মুখের pH Value কমে যায়–
(A) 9 এর থেকে কমে যায় (<9)
(B) 5.5 এর থেকে কমে যায় (<5.5)
(C) 5 এর থেকে কমে যায় (<5)
(D) 2 এর থেকে কমে যায় (<2)
Ans-(B) 5.5 এর থেকে কমে যায় (<5.5)

49. মুখের অ্যাসিডিটি দাঁতের এনামেল নষ্ট করে।এগুলি কি দিয়ে তৈরি হয়?
(A) ক্যালসিয়াম ফসফেট দিয়ে
(B) ক্যালসিয়াম সালফেট দিয়ে
(C) ক্যালসিয়াম অক্সাইড দিয়ে
(D) ক্যালসিয়াম কার্বনেট দিয়ে
Ans-(A) ক্যালসিয়াম ফসফেট দিয়ে
(দাঁতের কভারিং গুলিকে বলা হয় এনামেল)।

50. ফটকিরি/ফিটকিরি হলো একটি-
(A) শমিত লবণ বা প্রশম লবণ (Normal Salt)
(B) ক্ষারীয় লবণ (Basic Salt)
(C) দ্বিধাতব লবণ (Double Salt)
(D) মিশ্র লবণ (Mixed Salt)
Ans-(C) দ্বিধাতব লবণ (Double Salt)
(ফটকিরি/ফিটকিরির সংকেত হলো K2SO4, Al2(SO4)3, 24H2O
* ডলোমাইটের সংকেত হলো- CaCO3, MgCO3 এটাও কিন্তু দ্বিধাতব লবণ (Double Salt)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.