রসায়ন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর

31. নীচের কোনটি সত্য?
(A) সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে লিটমাস নীল বর্ণ ধারণ করে
(B) মিথাইল অরেঞ্জ অ্যাসিডে লাল বর্ণ ধারণ করে
(C) ফেনোফথ্যালিন অ্যাসিডে দ্রবণে বর্ণহীন থাকে।
(D) উপরের সবকটি সত্য

Ans-(D) উপরের সবকটি সত্য
(মাথায় রাখবে সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ হলো ক্ষারীয় দ্রবণ,- আর ক্ষারীয় দ্রবণে লিটমাস Definitely নীল বর্ণ ধারণ করে। মনে রাখবে লিটমাস কিন্তু অ্যাসিডে লাল বর্ণ ধারণ করে।
* মিথাইল অরেঞ্জ অ্যাসিডে Definitely লাল বর্ণ ধারণ করে এবং মিথাইল অরেঞ্জ হলো একটি Synthetic Indicator (কৃতিম সূচক)।মিথাইল অরেঞ্জ অ্যাসিডে লাল বর্ণ ধারণ করলেও ক্ষারে কিন্তু হলুদ বর্ণ ধারণ করে।
* ফেনোফথ্যালিন অ্যাসিডে বর্ণহীন থাকে।যদিও ফেনোফথ্যালিনের Actual Colour কিন্তু Colour less হয়।মাথায় রাখবে ফেনোফথ্যালিনকে ক্ষারীয় (Base) Solution -এ দিলে তখন ফেনোফথ্যালিনের রঙ Pink হয়ে যায়)।

32. ফেনোফথ্যালিনের প্রকৃত রঙ কি?
(A) বর্ণহীন
(B) কালো
(C) গোলাপী
(D) লাল
Ans-(A) বর্ণহীন (Colour less)

33. নীচের কোনটি সত্য?
(A) কার্বনিক অ্যাসিড একটি খনিজ অ্যাসিড
(B) নাইট্রিক অ্যাসিড একটি খনিজ অ্যাসিড
(C) কার্বনিক অ্যাসিড একটি দূর্বল খনিজ অ্যাসিড
(D) সবকটি সত্য
Ans-(D) সবকটি সত্য
(মনে রাখবে একমাত্র কার্বনিক অ্যাসিডই হলো দূর্বল খনিজ অ্যাসিড।বাকি খনিজ অ্যাসিড গুলো খুব Strong হয়।
* সাধারণত Organic Acid (জৈব অ্যাসিড) গুলো দূর্বল হয় এবং Minaral Acid (খনিজ অ্যাসিড) Strong হয়, একমাত্র কার্বনিক অ্যাসিড বাদে)।

34. নীচের কোনটি ভিনিগারে পাওয়া যায়?
(A) প্রোপানয়িক অ্যাসিড
(B) ইথানয়িক অ্যাসিড
(C) টাটারিক অ্যাসিড
(D) None
Ans-(B) ইথানয়িক অ্যাসিড
(অবশ্যই মাথায় রাখবে অ্যাসিটিক অ্যাসিডকেই Actually ইথানয়িক অ্যাসিড বলা হয়)।

35. 10ml সোডিয়াম হাইড্রোক্সাইড সম্পূর্ণ রূপে প্রশমিত করতে 8ml হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন হয়।যদি আমরা 20ml সোডিয়াম হাইড্রোক্সাইড নেই তাহলে তাকে প্রশমিত করতে কতটা হাইড্রোক্লোরিক অ্যাসিড দরকার হবে?
(A) 4ml
(B) 8ml
(C) 12ml
(D) 16ml
Ans-(D) 16ml
(10ml এর জন্য 8ml
1 ————— 8/10
20 ————- 8×20/10
= 16 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড দরকার হবে)।

36. বিশুদ্ধ জল তড়িৎ পরিবহণ করে না।কেনো?
(A) কোনো ইলেকট্রন নেই তাই
(B) কোনো হাইড্রোনিয়াম আয়ন নেই তাই
(C) কোনো আয়ন নেই তাই
(D) কোনো নেগেটিভ আয়ন নেই তাই
Ans-(C) কোনো আয়ন নেই তাই

37. গ্যালভানাইজেশন পদ্ধতির আগে স্টিল থেকে অক্সিডাইস বা অক্সাইড ফিল্ম Remove করার জন্য কোন অ্যাসিডকে ব্যবহার করা হয়?
(A) নাইট্রিক অ্যাসিড
(B) সালফিউরিক অ্যাসিড
(C) কার্বনিক অ্যাসিড
(D) হাইড্রোক্লোরিক অ্যাসিড
Ans-(D) হাইড্রোক্লোরিক অ্যাসিড

38. অ্যামোনিয়া সালফেট তৈরি করতে কোন অ্যাসিড লাগে?
(A) নাইট্রিক অ্যাসিড
(B) সালফিউরিক অ্যাসিড
(C) কার্বনিক অ্যাসিড
(D) হাইড্রোক্লোরিক অ্যাসিড
Ans-(B) সালফিউরিক অ্যাসিড

39. সালফিউরিক অ্যাসিড হলো একটি-
(A) Monobasic Acid
(B) Dibasic Acid
(C) Tribasic Acid
(D) None
Ans-(B) Dibasic Acid
(এর কারণ সালফিউরিক অ্যাসিড (H2SO4) -এ দুটো H2 থাকে।Actually Main কারণ এটা নয়।তোমাদের মনে রাখার জন্য বললাম।
* Dibasic Acid -এর ক্ষারক গ্রাহীতা হলো 2
* Monobasic Acid -এর ক্ষারক গ্রাহীতা হলো 1
* Tribasic Acid -এর ক্ষারক গ্রাহীতা হলো 3)।

40. একটি এক ক্ষারীয় অ্যাসিডের Example কি?
(A) ফরমিক অ্যাসিড (HCOOH)
(B) অ্যাসিটিক অ্যাসিড (CH3COOH)
(C) সালফিউরিক অ্যাসিড (H2SO4)
(D) Both A & B
Ans-(D) Both A & B

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.