Ans- (B) Na2CO3 (সোডিয়াম কার্বনেট) (Na2CO3 (সোডিয়াম কার্বনেট) এর সাথে যখন 10H2O যুক্ত করছো তখন ওটা হয়ে যাচ্ছে হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট (Na2CO3 + 10H2O)।এই হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট থেকে জলকে (H2O) বাদ দিলে তখন ওটা কে বলা হয় “অ্যান হাইড্রাস সোডিয়াম কার্বনেট”।”অ্যান হাইড্রাস” কথার মানে হচ্ছে- অজলীয় অর্থাৎ যার মধ্যে জল নেই। এই অ্যান হাইড্রাস সোডিয়াম কার্বনেটকেই বলা হয় “সোডা অ্যাশ”)।
12. সোডিয়াম হাইপোক্লোরাইড (NaClO) নীচের কোনটিতে ব্যবহার করা হয়? (A) ফুড প্রসেসিং শিল্পে (B) ব্লিচিং এজেন্ট হিসেবে (C) দাহ্য পদার্থ হিসেবে (D) বিস্ফোরক তৈরিতে
Ans- (B) ব্লিচিং এজেন্ট হিসেবে (খুব বেশি রঙ থাকলে তাকে ব্রেমিন করার জন্য যে এজেন্ট ব্যবহার করা হয় তা হলো ব্লিচিং এজেন্ট। অর্থাৎ ব্লিচিং এজেন্টের Main কাজ হলো গাঢ় রঙ থাকলে তাকে ফ্যাকাসে করে দেওয়া)।
13. জলের স্থায়ী কাঠিনতা (ক্ষারত্ব বা Hardness) দূর করতে নিন্মের কোনটিকে ব্যবহার করা হয়? (A) Mg(OH)2 (B) HCl (C) NaCl (D) Na2CO3
Ans- (D) Na2CO3 (সোডিয়াম কার্বনেট)। (দেখো জলের দুই প্রকারের কাঠিনতা হয়- (i) Permanent Hardness (স্থায়ী কাঠিনতা):- যখন জলে ক্যালসিয়াম (Ca) এবং ম্যাগনেসিয়ামের সালফেট এবং ক্লোরাইড দ্রবীভূত হয় তখন Permanent Hardness হয়।এই Permanent Hardness -কে সাধারণত দূর করা যায় না। একমাত্র Ion Exchange এবং সোডিয়াম কার্বনেটের (Na2CO3) মাধ্যমে দূর করা যায়। (ii) Temporary Hardness (অস্থায়ী কাঠিনতা) :- যখন জলে ক্যালসিয়াম (Ca) এবং ম্যাগনেসিয়াম বাই-কার্বনেট (Mg) দ্রবীভূত হয় তখন Temporary Hardness হয়। * Temporary Hardness -কে দূর করা যায় একমাত্র Boiling -এর মাধ্যমে)।
14. নীচের কোনটিকে অগ্নিনির্বাপক কেন্দ্রে ব্যবহার করা হয়? (A) সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম বাই-কার্বনেটের মিশ্রণকে (B) কার্বন-ডাই অক্সাইড এবং সোডিয়াম বাই-কার্বনেটের মিশ্রণকে (C) অক্সিজেন এবং সোডিয়াম বাই-কার্বনেটের মিশ্রণকে (D) None
Ans- (A) সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম বাই-কার্বনেটের মিশ্রণকে (সালফিউরিক অ্যাসিড (H2SO4) এবং সোডিয়াম বাই-কার্বনেট (NaHCO3) -এর মিশ্রনের ফলে কার্বন-ডাই অস্কাইড উৎপন্ন হয় যার ফলে আগুন নিভে যায়। * বাই-কার্বনেটকে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটও বলা হয়)।
Ans- (D) ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট (এটাকে বলা হয় CaSO4, 1/2H2O। এই 1/2H2O (হাফ H2O) কে বলা হয় হেমিহাইড্রেট।এর আর একটা সংকেতও হয় অর্থাৎ এটাকে অন্যভাবে লেখা হয় -সেটা হলো – 2CaSO4, H20)।