Current Affairs Questions: September 2019

51. নিচের কে চেজ রিপাবলিক এ অনুষ্ঠিত ২০১৯ এর আন্তর্জাতিক অ্যাথলেটিক(Athletic) প্রতিযোগিতায় স্বর্ণ পদক জয় করল?
(A)Dutee Chand
(B)VK Vismaya
(C)Swapna Barman
(D)Hima Das

Ans-(B)VK Vismaya ( Indian woman sprinter VK Vismaya won gold medal in 400m run at the International Athletic Meeting in 52.12 seconds.)

52. Ladakhi-Kishan-Jawan-Vigyan মেলা কে উদ্ভোধন করলেন?
(A) রাজনাথ সিং
(B) স্মৃতি ইরানি
(C) অমিত শাহ
(D) নরেন্দ্র মোদি
Ans- Ans- (A) রাজনাথ সিং

53. AUMX নামক মিলিটারি এক্সারসাইজ কোন কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হল?
(A) আমেরিকা ও ভারত
(B) আমেরিকা ও চীন
(C) আমেরিকা ও ASEAN Group
(D) ভারত ও এশিয়ান দেশ সমূহ

Ans- (C) আমেরিকা ও ASEAN Group (AUMX মিলিটারি অভ্যাসে আমেরিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ার মোট দশটি দেশ একসাথে যৌথ সেনা মহড়া করে থাকে। ২ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর ২০১৯ মোট ৫ দিন এই সেনা অভ্যাস থাইল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে )

54. জয়েন্ট নৌসেনা অভ্যাস JNAQC কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে?
(A) কোচি
(B) মাদুরাই
(C) বিশাখাপত্তনম
(D) আন্দামান
Ans- (C) বিশাখাপত্তনম

55. ১৫ তম জয়েন্ট মিলিটারি ট্রেনিং Yudh Abhyas ২০১৯ কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
(A) তামিলনাড়ু
(B) ওয়াসিংটন ডিসি
(C) কেরালা
(D) হরিয়ানা
Ans- (B) ওয়াসিংটন ডিসি

56. জয়েন্ট মিলিটারি ট্রেনিং Yudh Abhyas কোন কোন দেশের সেনার মধ্যে অনুষ্ঠিত হয়?
(A) ভারত ও কাজাখস্তান
(B) ভারত ও চীন
(C) ভারত ও আমেরিকা
(D) ভারত ও ব্রিটেন
Ans-(C) ভারত ও আমেরিকা

57. সম্প্রতি (ESIC) Employees State Insurance Corporation কোন ব্যাংকের সাথে একটি MoU সাক্ষর করল রিয়েল টাইম বেনিফিশিয়ারি পেমেন্ট এর জন্য?
(A) State Bank of India
(B) Reserve Bank of India
(C) Punjab National Bank
(D) Canara Bank
Ans- (A) State Bank of India (স্টেট ব্যাংকের বর্তমান চেয়ারম্যান রজনীশ কুমার )

58. World Election Bodies 2019-2021 এর সভাপতিত্ব কে করলেন?
(A) অশোক লাভাসা
(B) অচল কুমার জ্যোতি
(C) ওম প্রকাশ রাওয়াত
(D) সুনীল অরোরা
Ans- (D) সুনীল অরোরা (Chief election commissioner Sunil Arora assumed chairmanship of World Election Bodies (A-WEB) for the term 2019-2021in Bengaluru)

59. নিচের কোন স্থানটি ২০১৯ সালের “Swachh Iconic Places” এর মধ্যে সেরার শিরোপা পেল?
(A) তাজমহল
(B) ছত্রপতি শিবাজী টার্মিনাস
(C) শ্রী মাতা বৈষ্ণদেবী মন্দির
(D) স্বর্ণ মন্দির
Ans- (C) শ্রী মাতা বৈষ্ণদেবী মন্দির (এই মন্দিরটি জম্মু কাশ্মীরে অবস্থিত)

60. সম্প্রতি হ্যামিল্টন মাসাকাজা খেলার দুনিয়া থেকে অবসর নিলেন। ইনি কোন খেলার সাথে যুক্ত?
(A) ফুটবল
(B) হকি
(C) গল্ফ
(D) ক্রিকেট
Ans- (D) ক্রিকেট (ইনি জিম্বাবোয়ে ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন )

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.