Current Affairs Questions: September 2019

31. সম্প্রতি কোন ভারতীয় ফাস্ট বোলার টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করলো?
(A) মহম্মদ স্বামী
(B) ভুবেনস্বর কুমার
(C) জশপ্রীত বুমরা
(D) খলিল আহমেদ

Ans-(C) জশপ্রীত বুমরা ( ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি এই নজির গড়লেন। এর আগে এই কৃতিত্ব রয়েছে ভারতের হরভজন সিং এবং ইরফান পাঠানের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে)।

32. ” A Short History of Indian Railway”- বইটির লেখক কে?
(A) অম্বিকা বি সোনি
(B) রাজেন্দ্র বি আকল্কের
(C) সুরেশ মাল্লাই
(D) যোগেশ বাখলে
Ans-(B) রাজেন্দ্র বি আকল্কের

33. সম্প্রতি Belgian Grand Prix ( Formula 1 Championship)এ কে সোনা জিতলো?
(A) মার্ক হ্যামিল্টন
(B) জর্জ হ্যামিল্টন
(C) সেভিস্তিয়ান
(D) চার্লস লেক্লার্ক
Ans-(D) চার্লস লেক্লার্ক( ইনি ফেরারি গাড়ি চালান)।

34. গগনযান মিশনের জন্য কোন দেশ Astronaut দের ট্রেনিং দেবে?
(A) রাশিয়া
(B) জাপান
(C) ইতালি
(D) ডেনমার্ক
Ans-(A) রাশিয়া (এই গণনযান শুরু করবে ভারতীয় মহাকাশ সংস্থা ISRO। এটি শুরু হবে 2021 সালে। এটি নাসার স্পেস সেন্টার এর আদলে মহাকাশে একটি স্পেস সেন্টার তৈরি করবে ভারত, যেখানে মহাকাশচারীরা গিয়ে গবেষণা করবে। বর্তমানে ইস্রোর (ISRO) সদর দপ্তর বা হেড কোয়ার্টার রয়েছে বেঙ্গালুরুতে। বর্তমানে এর চেয়ারম্যান রয়েছেন K. Sivan. এটি প্রতিষ্ঠিত হয় 1969 সালে)।

35. 2022 সালের মধ্যে কতগুলি শহর Central Government Health Scheme এর আওতায় আসবে?
(A) 35 টি
(B) 65 টি
(C) 100 টি
(D) 95 টি
Ans-(C) 100 টি (বর্তমানে Union Minister of health and Family Welfare মন্ত্রী রয়েছেন হর্ষবর্ধনজী)।

36. ISSF বিশ্ব কাপে 10 Meter Air Pistol এ সম্প্রতি সোনা পেলো কে?
(A) যশশ্বনী সিং দেশওয়াল
(B) অমৃতা পাড়ে
(C) শুশিলা রেড্ডি
(D) অনিতা রাও

Ans- (A) যশশ্বনী সিং দেশওয়াল ( এটি অনুষ্ঠিত হয়ে ছিলো ব্রাজিলের রিও ডি জেনোরতে। ব্রাজিলের রাজধানীর নাম ব্রাজিলিয়া (Brasilia) এবং এখানকার মুদ্রার নাম Brazilian Real)।

37. সম্প্রতি বাংলাদেশ সরকার কোন ভারতীয় সংস্থার সাথে যৌথভাবে Gas Based Power Plant তৈরি করার সিদ্ধান্ত নিল?
(A) HP
(B) Indian Oil
(C) Reliance
(D) ভারত পেট্রোলিয়াম
Ans- (C) Reliance কোম্পানির সাথে।( এটি তৈরি করা হবে ঢাকার নিকটে মেঘনাতে। এটির কাজ শেষ হবে 2022 সালে। এটি 750 MW গ্যাস উৎপাদন করার ক্ষমতা রাখবে। এছাড়াও Reliance কোম্পানি একটি MOU চুক্তি স্বাক্ষর করলো বাংলাদেশর পেট্রো বাংলার সাথে যারা 500 MMSCFD(Milion Standared Cubic Feet Per day) LNG Terminal করবে কুটুবিয়া আই ল্যান্ড, চিটাগাং, বাংলাদেশ)।

38. “Ghazanavi Surface – To – Surface Ballistic”- Missile টেস্ট ফায়ার করলো
(A) ভারত
(B) পাকিস্তান
(C) ইসরাইল
(D) আফগানিস্তান
Ans- (B) পাকিস্তান।

39. “Namaste Pacific” কোথায় অনুষ্ঠিত হল
(A) লন্ডনে
(B) চীনে
(C) নেপালে
(D) নিউ দিল্লিতে
Ans- (D) নিউ দিল্লিতে(অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া, নিউ গিনি ও ফিজির হাই কমিশনাররা যৌথভাবে আয়োজন করেন এই Cultural ইভেন্টের যার নাম “Namaste Pacific”-এটি অনুষ্ঠিত হয় ভারতের রাজধানী নিউ দিল্লিতে)।

40. Amazon ওয়েব সার্ভিস সম্প্রতি কোন IIT – এর সাথে যৌথভাবে “National Artificial Intelligence Resource Portal(NAIRP) লঞ্চ করলো?
(A) IIT কানপুর
(B) IIT খড়গপুর
(C) IIT মাদ্রাজ
(D) IIT দিল্লি
Ans- (B) IIT খড়গপুর

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.