Current Affairs Questions: September 2019

21. “বিশ্বের সেফ সিটি ইন্ডেক্স”-এ কোন শহর প্রথম স্থানে রয়েছে?
(A) টোকিও
(B) নিউ ইয়র্ক
(C) লন্ডন
(D) নিউ দিল্লি

Ans- (A) টোকিও (এটি জাপানের রাজধানী। জাপানের পার্লামেন্টের নাম ডায়েট। এর হিসাব অনুযায়ী ভারতের মুম্বাই রয়েছে 45 তম স্থানে এবং দিল্লি রয়েছে 52 তম স্থানে)।

22. সম্প্রতি তেলেঙ্গানার নতুন রাজ্যপাল কে হলেন?
(A) তামিলিসাই সাউন্ডারাজন
(B) কালরাজ মিশ্র
(C) ভোগৎ সিং কোশিয়ারি
(D) তথাগত রায়
Ans- (A) তামিলিসাই সাউন্ডারাজন(এর আগে ছিলো ই এস এল নরসিহাম। এখানকার বর্তমান Chief Minister হলেন কে চন্দ্র শেখর রাও)।

23. রাজস্থানের সম্প্রতি নতুন রাজ্যপাল কে হলেন?
(A) তামিলিসাই সাউন্ডারাজন
(B) কালরাজ মিশ্র
(C) ভোগৎ সিং কোশিয়ারি
(D) তথাগত রায়
Ans- (B) কালরাজ মিশ্র(এর আগে ছিলেন কল্যাণ সিং। রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন অশোক গেহলট)।

24. Samsung India সম্প্রতি কোন সংস্থার সাথে মিশে “Samsung Pay”- চালু করলো?
(A) মাস্টার কার্ড
(B) রূপে কার্ড
(C) RBL Bank
(D) A এবং C
Ans- (D) A এবং C ( RBL Bank স্থাপিত হয়েছিল 1943 সালে এর হেড কোয়ার্টার মুম্বাইতে। এর MD এবং CEO রয়েছেন Mr. Vishwavir Ahuja।
Samsung India এর হেড কোয়ার্টার নয়ডাতে এটি স্থাপিত হয়েছিল 2002 সালে।
মার্কিন যুক্তরাষ্ট্রের মাস্টার কার্ড প্রতিষ্ঠিত হয় 1979 সালে এর হেড কোয়ার্টার নিউ ইয়র্কে(USA),  মাস্টার কার্ডের প্রেসিডেন্ট ও CEO রয়েছেন বর্তমানে Ajapal Singh Banga)।

25. হিমাচল প্রদেশের নতুন রাজ্যপাল কে হলেন ?
(A) তথাগত রায়
(B) বান্দারু দত্তাত্রেয়
(C) কালরাজ মিশ্র
(D) অনুপ চৌহান
Ans- (B) বান্দারু দত্তাত্রেয় (এর আগে ছিল কালরাজ মিশ্র)

26. বিশ্বের প্রথম “Garbage Cafe’ কোথায় খোলা হয়েছে?
(A) ছত্রিশগড়
(B) রাজস্থান
(C) মধ্যপ্রদেশ
(D) আহমেদাবাদে

Ans-(A) ছত্রিশগড়(এটি খোলা হয়েছে ছত্রিশগড়ের অম্বিকাপুর মিউনিসিপ্যাল করপোরেশনের উদ্যোগে। ছত্রিশগড়ের বর্তমানে Chief Minister রয়েছেন ভূপেশ বাঘেল এবং রাজ্যের রাজ্যপাল হলেন Anusuiya Uikey)।

27. IPSOS এর “Global Happiness Survey” তে ভারতের Rank কত?
(A) 8
(B) 9
(C) 10
(D) 12
Ans-(B) 9 ( ভারতের পার্সেন্টেন্স আগে ছিল 83% এখন তা দাঁড়িয়েছে 77%।এই সার্ভেতে আমেরিকা ও কানাডা Top Rank এ রয়েছে এদের পার্সেন্টেন্স হলো 86% এবং সর্বনিম্ন স্থানে রয়েছে রাশিয়া, রাশিয়ার পার্সেন্টেন্স হলো 47%)।

28. সম্প্রতি আর্মি স্টাফের ভাইস স্টাফ কে হলেন?
(A) বিপিন রাওয়াত
(B) করমবীর সিং
(C) মুকুন্দ নারভানে
(D) জসপাল যাদব
Ans-(C) মুকুন্দ নারভানে ( Chief of the Army Staff General Bipin Rawat)।

29. BSF(Boarder security Forces) এর Director General (DG) কে হলেন ?
(A) রজনীকান্ত মিশ্র
(B) রাজীব গাবা
(C) রাজীব হায়দার
(D) বিবেক কুমার জোহরি
Ans-(D) বিবেক কুমার জোহরি( BSF এর হেড কোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে এবং এটি প্রতিষ্ঠিত হয় 1 লা ডিসেম্বর1965 সালে)।

30. “Association of World Election Bodies”এর 4th General Assembly কোথায় অনুষ্ঠিত হল?
(A) উত্তরপ্রদেশ
(B) কলকাতা
(C) বেঙ্গালুরু
(D) চেন্নাই
Ans-(C) বেঙ্গালুরু(এটি হোস্ট করেছিলেন Election Commission of India. Chief Election Commissioner of India : Sunil Arora)।
AWEB স্থাপিত হয় 14 ই অক্টোবর 2013 সালে। Permanent Secretariat of Seoul, South Korea)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.