Current Affairs Questions: September 2019

111. Parlament Complexe এ India Drive কে চালু করলেন?
(A) নরেন্দ্র মোদী
(B) অধীর রঞ্জন চৌধুরী
(C) ওম বিড়লা
(D) রাজনাথ সিং

Ans- (C) ওম বিড়লা ( ইনি বর্তমান লোকসভার স্পিকার)।

112. সম্প্রতি নিরাপত্তা বিষয়ে আদান-প্রদানের জন্য ভারত কোন দেশের সাথে সমঝোতা স্বাক্ষর করলো?
(A) উত্তর কোরিয়া
(B) দক্ষিণ কোরিয়া
(C) রাশিয়া
(D) কানাডা
Ans- (B) দক্ষিণ কোরিয়া( দক্ষিণ কোরিয়ার সাথে এই সমঝোতা চুক্তি স্বাক্ষর করলো) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল, এখানকার মুদ্রার নাম সাউথ কোরিয়ান ওয়ান(South Korean 1)এবং এখানকার রাষ্ট্রপতি হলেন মুজ্জেয়িম)।

113. সম্প্রতি মারা গেলেন বীরু কৃষণ তিনি কে ছিলেন?
(A) রাজনীতিবিদ
(B) অর্থনীতি বিদ
(C) অভিনেতা
(D) চিত্র শিল্পী

Ans- (C) অভিনেতা ( তিনি রাজা হিন্দুস্থানী, দুলে রাজা, আকেলে হাম আকেলে তুম প্রভৃতি ছবিতে অভিনয় করেছেন)।

114. PTI এর চেয়ারম্যান কে নিযুক্ত হলেন?
(A) নিতিন কুমার
(B) বিজয় কুমার চোপড়া
(C) ভিনীত জৈন
(D) আকাশ দেবগৌরা
Ans- (B) বিজয় কুমার চোপড়া ( PTI এর সম্পূর্ণ নাম হলো Press Trust of India. এর Vice chairman হলেন ভিনীত জৈন। এর হেড কোয়ার্টার নিউ দিল্লিতে। এটি স্থাপিত হয়েছিল 27 August 1947 সালে)।

115. ” Fortune Turner’s : The Quartet The Spun India To Glory “- বইটির লেখক কে ?
(A) আদিত্য ভূষণ
(B) শচীন বাজাজ
(C) অমৃত সেন
(D) A এবং B দুটোই
Ans- (D) A এবং B দুটোই ( এটি চারজন লিজেন্ড স্পিনারের উপরে লেখা এরা হলেন বিজয় কিসিং বেদী, ভাগবত চন্দ্র শেখর, এস ভেঙ্কট রমন এবং ইরাপল্লী প্রসন্ন)।

116. কোন Railway Station এ ভারতের মধ্যে প্রথম “Fun Zone”- স্থাপন করা হয়েছে?
(A) বিশাখাপত্তনমে
(B) রায়পুরে
(C) মুম্বাইতে
(D) জয়পুরে
Ans- (A) বিশাখাপত্তনমে

117. লে তে অনুষ্ঠিত “লাদাখ ম্যারাথনে” কটি দেশ অংশ গ্রহণ করেছে?
(A) 27 টি
(B) 25 টি
(C) 23 টি
(D) 32 টি
Ans- (B) 25 টি ( এটি ছিল অষ্টমতম সংস্করণ। এটি হলো বিশ্বের সবচেয়ে উচ্চতম ম্যারাথন প্লেস। সুমদ্র পৃষ্ঠ থেকে 11000 ফুট উচ্চতায় এটি অনুষ্ঠিত হয়। এখানে ফুল ম্যারাথন 42 km, হাফ ম্যারাথন 21km, এবং 7 km হলো লং রান)।

118. SLINEX সামুদ্রিক অনুশীলন ভারত ও কোন দেশের মধ্যে আয়োজিত হয়েছে?
(A) শ্রীলঙ্কার মধ্যে
(B) বাংলাদেশের মধ্যে
(C) আফগানিস্তানের মধ্যে
(D) নেপালের মধ্যে
Ans- (A) শ্রীলঙ্কার মধ্যে( ভারতের “নেভি ডে”পালন করা হয় 4th ডিসেম্বর। ভারতের বর্তমানে নৌ বাহিনীর প্রধান রয়েছেন এডমিরাল করমবীর সিং)।

119. “বিশ্ব সাক্ষরতা দিবস”- কবে পালন করা হয় ?
(A) 6 সেপ্টেম্বর
(B) 7 সেপ্টেম্বর
(C) 8 সেপ্টেম্বর
(D) 9 সেপ্টেম্বর
Ans- (C) 8 সেপ্টেম্বর ( এটি শুরু হয় 1976 সালের 8 ই সেপ্টেম্বর। ভারতে সাক্ষরতার হার 74.4%। ভারতের মধ্যে সবচেয়ে সাক্ষরতার হার বেশি কেরলে 93.91% এবং সবচেয়ে কম বিহার 63.8%)।

120. সম্প্রতি বিশ্ব ব্যাংক পর্যটন প্রকল্পের জন্য কোন রাজ্যকে 57 মিলিয়ন ডলার সাহায্য করবে বলে ঘোষণা করেছে?
(A) ঝাড়খন্ড
(B) বিহার
(C) মধ্যপ্রদেশ
(D) উত্তরপ্রদেশ
Ans- (D) উত্তরপ্রদেশ ( বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয় জুলাই 1945 সালে। এর হেড কোয়ার্টার ওয়াসিংটন ডি.সি। এর বর্তমান President হলেন ডেভিড মালপাস)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.