Current Affairs Questions: September 2019

101. সম্প্রতি C-Plan নামের Application লঞ্চ করলো কোন রাজ্যের পুলিশ?
(A) দিল্লির পুলিশ
(B) উত্তরপ্রদেশের পুলিশ
(C) গুজরাটের পুলিশ
(D) বাংলার পুলিশ

Ans- (B) উত্তরপ্রদেশের পুলিশ

102. সম্প্রতি ইকুয়েডরে ভারতের নতুন রাষ্ট্রদূত কে হলেন?
(A) সঞ্জীব গিলানি
(B) রাজীব হায়দার
(C) আমান উল্লাহ
(D) সঞ্জীব রঞ্জন
Ans- (D) সঞ্জীব রঞ্জন( ইকুয়েডরের রাজধানীর নাম কিতো, মুদ্রার নাম ডলার এবং ইকুয়েডরের বর্তমান রাষ্ট্রপতি আছেন লেলিন মোরেনা)।

103. ভারত ও চীনের ভিতর কৌশলগত অর্থনৈতিক সংলাপ ( Economic Dialog) কোথায় অনুষ্ঠিত হবে?
(A) বেজিং এ
(B) নিউ দিল্লিতে
(C) দক্ষিণ কোরিয়ায়
(D) শ্রীলঙ্কায়

Ans- (B) নিউ দিল্লিতে(এই Dialog এ ভারতের দিক থেকে থাকবে নীতি আয়োগের Vice chairman রাজীব কুমার এবং চীনের থাকবে National Development and Reform এর কমিশনার)।

104. কোথায় ভারতের হাই কমিশনার বিকাশ স্বরূপ 44 তম ” টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2019″- ইন্ডিয়া প্যাভিলিয়নের উদ্বোধন করবে?
(A) কানাডা
(B) উত্তর কোরিয়া
(C) দক্ষিণ কোরিয়া
(D) হামবুর্গ এ
Ans- (A) কানাডাতে ( এই প্যাভিলিয়নটি বিদেশী বাজারে ভারতীয় চলচ্চিত্রের প্রদর্শন করবে এবং ব্যবসার নতুন বিনিয়োগের সুবিধার্থে একটি প্ল্যাটফর্ম সরবরাহ করবে)।

105. কোন বোলার T-20 ক্রিকেটে দু-বার হ্যাট্রিক করলেন?
(A) জশপ্রীত বুমরা
(B) পথকামিন্স
(C) ট্রেন্ড বোল্ড
(D) ল্যাথিস মালিঙ্গা
Ans- (D) ল্যাথিস মালিঙ্গা ( ল্যাথিস মালিঙ্গাই হলেন একজন বোলার যিনি International Cricket এ 5 বার হ্যাটট্রিক করেছেন। ইনি হলেন শ্রীলঙ্কান ক্রিকেটার)।

106. আন্তর্জাতিক” স্বাক্ষরতা দিবস”- কবে পালন করা হয়?
(A) 6 th সেপ্টেম্বর
(B) 7 th সেপ্টেম্বর
(C) 8 th সেপ্টেম্বর
(D) 9 th সেপ্টেম্বর
Ans- (C) 8 th সেপ্টেম্বর ( এর থিম ছিল Literacy and Multi Languageism). The issue of Literacy is a key Component of the UN’s Sustainable Development Goals and the UN’s 2030 Agenda for Sustainable Development)।

107. ” জলজীবন মিশনে “- কেন্দ্রীয় সরকার কত টাকা ব্যয় করবে?
(A) 7.5 লক্ষ কোটি টাকা
(B) 4.6 লক্ষ কোটি টাকা
(C) 4.5 লক্ষ কোটি টাকা
(D) 3.5 লক্ষ কোটি টাকা
Ans- (D) 3.5 লক্ষ কোটি টাকা ব্যয় করবে। ( আগামী 5 বছরের মধ্যে কেন্দ্রীয় সরকার প্রতিটি ঘরে ঘরে পানীয় জল সরবরাহ করবে)।

108. কোথায় উত্তর-পূর্ব কাউন্সিলের 68 তম পূর্ণাঙ্গ অধিবেশন শুরু হলো?
(A) মণিপুরে
(B) আসামে
(C) কেরালাতে
(D) নাগাল্যান্ডে
Ans- (B) আসামে (আসামের গোহাটিতে এই Council শুরু হয়েছে)।

109. কে “US Open 2019 Women’s “- সিঙ্গেলে খেতাব জিতলো?
(A) সেরেনা উইলিয়াম
(B) রিয়ানকা অ্যান্ড্রিস্কু
(C) মারিয়া শারাপোভা
(D) সাইনা নেহয়াল
Ans- (B) রিয়ানকা অ্যান্ড্রিস্কু ( ইনি সেরেনা উইলিয়ামকে হারিয়ে এই খেতাব(গ্র্যান্ড স্ল্যাম) জিতলেন। ইনি হলেন 19 বছর বয়সী প্রথম কানাডিয়ান প্লেয়ার যিনি গ্র্যান্ড স্ল্যাম পুরষ্কার জিতলেন)।

110. কোন রাজ্য সরকার দুর্ঘটনার শিকার ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসার কথা ঘোষণা করলেন?
(A) উড়িষ্যা
(B) তামিলনাডু
(C) বিহার
(D) ঝাড়খন্ড
Ans- (A) উড়িষ্যা ( উড়িষ্যার স্বাস্থ্য সচিব পি কে মেহেতা এটি ঘোষণা করেন)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.