Top 200 Basic GK in Bengali

81.প্রথম অন্তর্বর্তী লোকসভা নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়েছিল?
(A) ১৯৬২
(B) ১৯৭১
(C) ১৯৭৭
(D) ১৯৮০

Ans.(B) ১৯৭১

82.লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন?
(A) বিজয় লক্ষ্মী পন্ডিত
(B) সুচেতা কৃপালিনী
(C) মিরা কুমার
(D) জে ভি কৃপালিনী
Ans.(C) মিরা কুমার

83.লোকসভার মোট সদস্য সংখ্যা কত?
(A) 444
(B) 541
(C) 563
(D) 545
Ans.(D) 545 (বর্তমানে ৫৪৩ টি সাইট নির্বাচন হয়। ২ টি সিট্ খালি রাখা হয় পাক অধিকৃত কাশ্মীরের জন্য)

84.কলকাতা, মাদ্রাজ ও বোম্বে বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়?
(A) ১৮৬৫
(B) ১৮৫৫
(C) ১৮৫৭
(D) ১৮৬১
Ans.(C) ১৮৫৭ সালে

85.স্বাধীনতা আন্দোলনের সময় “সম্পূর্ণ ক্রান্তি” এর ধারণা কে দেন?
(A) জয় প্রকাশ নারায়ণ
(B) মহাত্মা গান্ধী
(C) কার্ল মার্ক্স্
(D) লেনিন
Ans.(A) জয় প্রকাশ নারায়ণ

86.”বন্দে মাতরম” পত্রিকা কে চালু করেন?
(A) বারীন্দ্র কুমার ঘোষ
(B) বিপিন চন্দ্র পাল
(C) দেবেন্দ্র নাথ ঠাকুর
(D) সুরেন্দ্র নাথ ব্যানার্জি
Ans.(B) বিপিন চন্দ্র পাল

87.নিচের কোনটি কম্পিউটারের একটি স্টোরেজ ডিভাইসের উদাহরণ?
(A) ম্যাগনেটিক ডিস্ক
(B) টেপ
(C) ডিভিডি
(D) উপরের সব গুলিই
Ans.(D) উপরের সব গুলিই

88.ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন?
(A) লিওয়েন হুক
(B) রবার্ট হুক
(C) রবার্ট কোচ
(D) লুই পাস্তুর
Ans.
(A) লিওয়েন হুক

89.মাইক্রোবায়োলজি বিদ্যার জনক কাকে বলা হয়?
(A) লিওয়েন হুক
(B) রবার্ট হুক
(C) রবার্ট কোচ
(D) লুই পাস্তুর
Ans.(D) লুই পাস্তুর

90.EBOLA একটি
(A) ভাইরাস
(B) ব্যাকটেরিয়া
(C) প্রোটোজোয়া
(D) ফাঙ্গাস
Ans.(A) ভাইরাস

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.