Top 200 Basic GK in Bengali

171.আকবরের সমাধি কোথায় অবস্থিত?
(A) উত্তরপ্রদেশে
(B) হরিয়ানাতে
(C) কবুলে
(D) লাহোরে

Ans-(A)উত্তরপ্রদেশে (উত্তরপ্রদেশের সেকেন্দ্রাতে মুঘল সম্রাট আকবরের সমাধি)। 1605 খ্রিস্টাব্দের 25 এ অক্টোবর মধ্যরাতে আমশায়ে আক্রান্ত হয়ে মারা যান। মুঘল সম্রাটদের মধ্যে একমাত্র আকবরই ভারতের মাটিতে জন্মান (15 ই অক্টোবর 1542 অমরকোটে)। আকবরের সময় কাল ছিল (1556-1605)।

172.জিম্বাবুয়ের রাজধানীর নাম কি?
(A) বার্লিন
(B) ব্রাসেলিয়া
(C) হারারে
(D) বুদাপেস্ট

Ans-(C) হারারে (এখানকার মুদ্রার নাম ডলার)।

173.” ইউরোপের ককপিট”- কাকে বলা হয়?
(A) রাশিয়া
(B) বেলজিয়াম
(C) নরওয়ে
(D) সুইজারল্যান্ড
Ans-(B) বেলজিয়াম কে

174.”ভারতের সামরিক শহর”- কাকে বলা হয়?
(A) সুরাটকে
(B) মিরাটকে
(C) দিল্লিকে
(D) বেঙ্গালুরুকে

Ans-(B) মিরাটকে বলা হয় ভারতের সামরিক শহর)।

175.রেশম পোকা চাষের পদ্ধতিকে কি বলা হয়?
(A) এপিটোমলোজি
(B) জেরিকালচার
(C) অৰ্কীয়লোজি
(D) সেরিকালচার

Ans-(D) সেরিকালচার

176.অলবিরুনী কবে ভারতে আসেন?
(A) 1133 খ্রিস্টাব্দে
(B) 1333 খ্রিস্টাব্দে
(C) 1017 খ্রিস্টাব্দে
(D) 1097 খ্রিস্টাব্দে

Ans-(C) 1017 খ্রিস্টাব্দে।( গজনীর সুলতান মাহমুদের ভারত আক্রমন কালে তিনি ভারতে আসেন)।

177.বাবরের মৃত্যু কবে হয়?
(A) 1529
(B) 1530
(C) 1545
(D) 1555

Ans-(B) 1530 ( 1530 খ্রিস্টাব্দের 26 ডিসেম্বর 48 বছর বয়সে আগ্রাতে মারা যান পরবর্তী কালে আফগানিস্তানের কাবুলে তার সমাধিস্থ করা হয়। বাবর তুর্কি ভাষায় লেখেন তার আত্মজীবনী মূলক গ্রন্থ ” তুজক-ই-বাবরী”। তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের স্থপতি(1483-1530)।

178.”দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল ?
(A) 1556
(B) 1526
(C) 1555
(D) 1761

Ans-(A) 1556 (1556 খ্রিস্টাব্দের 5 th নভেম্বর নাবালক মুঘল সম্রাট আকবরের অভিভাবক বৈরাম খাঁর সঙ্গে চুনার দুর্গের অধিপতি মোহাম্মদ আদিল শাহের হিন্দু সেনাপতি হিমু বা হেম চন্দ্রের সাথে। এই যুদ্ধে হিমু পরাজিত হয় এবং পালিয়ে যাবার সময় শাহ কুলীখান নামে এক ব্যক্তি তাকে হত্যা করেন)।

179.আগ্রা শহর কোন নদীর তীরে অবস্থিত?
(A) গঙ্গা
(B) শতদ্রু
(C) চন্দ্রভাগ
(D) যমুনা

Ans-(D) যমুনা নদীর তীরে অবস্থিত।(মুঘল সম্রাট আকবর 1556 সালে উত্তরপ্রদেশের আগ্রা জেলায় আগ্রা শহরটি নির্মাণ করে 1648 সাল অবধি মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিলো এটি)

180.লাহোর কোন নদীর তীরে অবস্থিত?
(A) বিপাশা
(B) চেনাব
(C)ইরাবতী
(D) তুঙ্গভদ্রা

Ans-(C)ইরাবতী বা রাভি নদীর তীরে অবস্থিত এটি বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.