Top 200 Basic GK in Bengali

131.গণপরিষদে কাকে ভারতীয় সংবিধানের স্থপতি হিসাবে উল্লেখ করা হয়েছে?
(A) রাজেন্দ্রপ্রসাদ
(D) ডঃ বি. আর. আম্বেদকর
(C) কে এন মুন্সী
(D) জওহরলাল নেহেরু

Ans- (B) ডঃ বি. আর. আম্বেদকরকে ( এটি গঠিত হয় 1946 সালে )

132.পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো:–1, 2, 6, 21, 88, ?
(A) 450
(B) 445
(C) 225
(D) 300

Ans- (B) 445 ( 88×5+5 = 445)।

133.ভিটামিন E – এর রাসায়নিক নাম কি ?
(A) বায়োটিন
(B) ক্যালসিফেরল
(C) টোকোফেরল
(D) ফাইলকুইনন

Ans- (C) টোকোফেরল ( ভিটামিন E হলো তেলে দ্রবণীয় ভিটামিন)।

134.নিন্মের কোন পরীক্ষার দ্বারা AIDS নির্ণীত হয়?
(A) ওয়াইডাল টেস্ট
(B) এলিসা টেস্ট
(C) ওয়েসন স্টেন টেস্ট
(D) ম্যানটক্স টেস্ট

Ans- (B) এলিসা টেস্ট দ্বারা

135.সম্প্রতি Nokia 3310 মোবাইলে Phone টি বাজারে আনলো
(A) স্যামসাং
(B) রেড মি
(C) এইচ এম ডি গ্লোবাল
(D) জিওনি

Ans- (C) এইচ এম ডি গ্লোবাল

136.” A kingdom for this love” বইটির রচিয়তা কে ?
(A) বাণী মহেশ
(B) অরুন্ধতী রায়
(C) থমাস হার্ডি
(D) চেতন ভগৎ

Ans- (A) বাণী মহেশ ( বাণী মহেশ এবং সাইনি অ্যান্টোনি এই বইটি রচনা করেন 2005 সালে এটি প্রকাশিত হয়)।

137.Juggernaut- হল
(A) স্পেস ক্র্যাফ্ট
(B) মিশন টু জুপিটার
(C) নতুন ভ্যাকসিন
(D) সুপার কম্পিউটার

Ans- (D) সুপার কম্পিউটার

138.কোনটির অধীনে গণপরিষদ গঠিত হয়েছিলো?
(A) মাউন্টব্যাটেন প্ল্যান
(B) ক্যাবিনেট মিশন প্ল্যান
(C) ভারতীয় স্বাধীনতা আইন,1947
(D) ওয়াভেল প্লান

Ans- (B) ক্যাবিনেট মিশন প্ল্যান দ্বারা ( 1946 )।

139.কলকাতা বন্দর হল-
(A) বাণিজ্যিক বন্দর
(B) পুনঃরপ্তানি বন্দর
(C) স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর
(D) অপ্রধান বন্দর

Ans- (B) পুনঃরপ্তানি বন্দর

140.রেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে গঠিত হয় ?
(A) 1932
(B) 1920
(C) 1931
(D) 1934

Ans- (C) 1931( 1920 সালের 31 শে অক্টোবর All India trade Union Congress গঠিত হয় এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। এবং এটি 1931 সালে ভেঙে এর নাম হয় রেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর সভাপতি ছিলেন M K জোশী। এর সদর দপ্তর নিউ দিল্লি)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.