পৃথিবীর বৃহত্তম স্থান ও বস্তু

30.পৃথিবীর বৃহত্তম অরণ্যের নাম কি?
(A) জাপানের সরলবর্গীয় অরণ্য
(B) উত্তর রাশিয়ার সরলবর্গীয় অরণ্য
(C) সুন্দরী গাছ
(D) ইউক্যালিপটাস

Ans-(B) উত্তর রাশিয়ার সরলবর্গীয় অরণ্য

31.পৃথিবীর বৃহত্তম হীরক খনির নাম কি ?
(A) কয়ালি
(B) জোহানসবার্গ
(C) কিম্বারলি
(D) নিউগিনি

Ans-(C) কিম্বারলি

32.প্রশান্ত মহাসাগরের বৃহত্তম দ্বীপের নাম কি ?
(A) নিউগিনি
(B) আরাকামা
(C) আমরুন
(D) কিরঘিচ

Ans-(A) নিউগিনি

33.পৃথিবীর বৃহত্তম ভূগর্ভস্থ রেলপথের নাম কি?
(A) রাশিয়ার মেট্রো রেলওয়ে
(B) কলকাতার মেট্রো রেলওয়ে
(C) সাংহাইয়ের মেট্রো রেলওয়ে
(D) জাপানের মেট্রো রেলওয়ে

Ans- (A) রাশিয়ার মেট্রো রেলওয়ে (রাশিয়ার মস্কোতে)

34.পৃথিবীর বৃহত্তম ধনী শহরের নাম কি?
(A) নিউ ইয়র্ক সিটি
(B) মুম্বাই সিটি
(C) মস্কো সিটি
(D) দুবাই সিটি

Ans- (A) নিউ ইয়র্ক সিটি
(এটি অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রে)।

35.পৃথিবীর বৃহত্তম জলপ্রপাতের নাম কি?
(A) অ্যান্জেল জলপ্রপাত
(B) ভিক্টরিয়া জলপ্রপাত
(C) গুড়িয়া জলপ্রপাত
(D) নায়াগ্রা জলপ্রপাত

Ans-(D) নায়াগ্রা জলপ্রপাত
(এই জলপ্রপাতটি অবস্থিত যুক্তরাষ্ট্র-কানাডা সীমানায়।
* “Onguiaahra”- শব্দ থেকে নায়াগ্রা কথাটির উৎপত্তি হয়েছে যার অর্থ হলো “জলরাশির বজ্রধ্বনি”।
* উল্লেখ্য 1848 সালের মার্চ মাসে নায়াগ্রা জলপ্রপাত বরফের কারণে বন্ধ হয়ে গিয়েছিল,40 ঘণ্টা অবধি কোনো জল পড়েছিলো না ফলে জলবিদ্যুৎ কারখানার চাকা বন্ধ হয়ে গিয়েছিল।
* পৃথিবীর উচ্চতম জলপ্রপাতটির নাম হলো ভেনেজুয়েলার অ্যান্জেল জলপ্রপাত। এই জলপ্রপাতটির উচ্চতা হলো 979 মিটার)।

36.পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম ফুলের নাম কি?
(A) টিউলিব ফুল
(B) র‍্যাডিক্যাল ফ্লাওয়ার
(C) র‍্যাফলেসিয়া আরোনোলদি
(D) কালিয়া ফ্লাওয়ার

Ans- (C) র‍্যাফলেসিয়া আরোনোলদি (Rafflesia Arnoldii)
* এই ফুল সাধারণত ইন্দোনেশিয়ায় পাওয়া যায়)।

37.পৃথিবীর বৃহত্তম Electric Power কোনটি?
(A) Tokyo Electric Power Co.’s (TEPCO)
(B) Abu Dhabi Electric Power
(C) Washington Electric Power in USA
(D) Switzerland Electric Power (STEP)

Ans- (A) Tokyo Electric Power Co.’s (TEPCO)
(Tokyo Electric Power Co.’s (TEPCO) Kashiwaziki-Kariwa Plant in Japan is Currently the world’s largest Nuclear power Plant)।

38.পৃথিবীর বৃহত্তম সংবিধান কোন দেশের?
(A) ভারতের
(B) আয়ারল্যান্ডের
(C) মার্কিন যুক্তরাষ্ট্রের
(D) চীনের

Ans- (A) ভারতের

39.আয়তনের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম শহর কোনটি?
(A) টোকিও-ইয়োকাহামা
(B) মস্কো
(C) নিউ দিল্লী
(D) বেলগ্রেড

Ans- (A) টোকিও-ইয়োকাহামা
(এই শহরের আয়তন হলো 8,547 বর্গকিলোমিটার। * এটি জাপানে অবস্থিত *উল্লেখ্য এই শহরটি পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.