পৃথিবীর বৃহত্তম স্থান ও বস্তু

10.পৃথিবীর বৃহত্তম ঘনবসতিপূর্ণ শহর কোনটি?
(A) বেজিং
(B) মুম্বাই
(C) লন্ডন
(D) টোকিও

Ans- (D) টোকিও
(জাপানের রাজধানী টোকিওর আয়তন 240 বর্গকিলোমিটার।টোকিওর মূল শহরে 90 লক্ষ লোক বসবাস করে।Total টোকিও শহরে 1 কোটি 30 লক্ষ বসবাস করে,যা জাপানের মূল জন সংখ্যার 1/10 (এক দশমাংশ)।
* একটা কথা মাথায় রাখবে টোকিও-ইয়োকাহামা কে একটিই মহানগরী হিসেবে গণ্য করা হয় যার জনসংখ্যা 3 কোটি 80 লক্ষ)।

11.পৃথিবীর বৃহত্তম হোটেল কোথায় অবস্থিত?
(A) আমেরিকায়
(B) ভারতে
(C) নেপালে
(D) সৌদিআরবে

Ans- (A) আমেরিকায়
(এই হোটেলের নাম ক্যাসিনো)।

12.পৃথিবীর বৃহত্তম রাজপথের নাম কি?
(A) ট্রান্স সাইবেরিয়ান রোড
(B) NH 34
(C) রানী এলিজাবেথ হাইওয়ে
(D) ট্রান্স কানাডা হাইওয়ে

Ans- (D) ট্রান্স কানাডা হাইওয়ে

13.পৃথিবীর বৃহত্তম উপকূলের নাম কি?
(A) আরোবসাগর উপকূল
(B) হাডসন উপকূল
(C) সুইডিশ উপকূল
(D) আইরিশ উপকূল

Ans- (B) হাডসন উপকূল
(হাডসন হলো একটি নদী। * 1609 খ্রিস্টাব্দে হেনরী হাডসন এই নদীর সন্ধান করেন)।

14.পৃথিবীর বৃহত্তম মিউজিয়ামের নাম কি?
(A) ফ্রান্স মিউজিয়াম
(B) ব্রিটিশ মিউজিয়ামের
(C) দিল্লির শের মডেল
(D) মার্কিন মিউজিয়ামের

Ans- (B) ব্রিটিশ মিউজিয়ামের
(পদার্থ বিজ্ঞানী স্যার হ্যান্স স্লোয়েন 1753 খ্রিস্টাব্দে এই জাদুঘরটি তৈরি করেন এবং 1753 খ্রিস্টাব্দের 15 ই জানুয়ারি মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। * এটি অবস্থিত যুক্তরাজ্যের লন্ডনে (WC1 লন্ডনে)।

15.পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি?
(A) সুপিরিয়র হ্রদ
(B) বৈকাল হ্রদ
(C) গ্র্যান্ড ক্যানিয়ং হ্রদ
(D) ল্যাম্বার্ক হ্রদ

Ans- (A) সুপিরিয়র হ্রদ
(এটি উত্তর আমেরিকার একটি সর্ব বৃহত্তম হ্রদ।
* আয়তনের দিক দিয়ে পৃথিবীর সর্ব বৃহত্তম স্বাদু জলের হ্রদ।
* এর ক্ষেত্রফল 31,820 বর্গমাইল (81,413 কিমি)।
* এই হ্রদের ধরণ তুষারাচ্ছাদিত)।

16.পৃথিবীর বৃহত্তম ন্যাশনাল পার্কের নাম কি?
(A) বোটানিক্যাল গার্ডেন
(B) আব্রাহাম ন্যাশনাল পার্ক
(C) ইয়োলোস্টোন ন্যাশনাল পার্ক
(D) গ্রীন ন্যাশনাল পার্ক

Ans- (C) ইয়োলোস্টোন ন্যাশনাল পার্ক

17.পৃথিবীর বৃহত্তম অফিস গৃহের নাম কি?
(A) পেন্টাগন
(B) মাইক্রোসফট
(C) জার্মান পেন্টাগন
(D) পেঙ্গুইন

Ans- (A) পেন্টাগন(আমেরিকা)
(এটি আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর।
* এর নির্মাণ কাজ শুরু হয় ঠান্ডা লড়াইয়ের সময় 1941 সালে এবং শেষ হয় 1943 সালে।
* এই অফিস ভবনটি 583 একর জমির উপর গড়ে উঠেছে)।

18.পৃথিবীর বৃহত্তম জলাধারের নাম কি?
(A) বাসিনটং ট্যাংক
(B) ওয়াসিংটং ট্যাংক
(C) টালার ট্যাংক
(D) ভ্যাটিকান সিটি টালার ট্যাংক

Ans- (C) টালার ট্যাংক
(এটি অবস্থিত কলকাতার ভবানীপুরে। * 1909 সালে এর ভিত্তি স্থাপন করা হয় তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর এডওয়ার্ড বেকার * এর উচ্চতা 110 ফুট এবং পরিধি 321 ফুট। * এই প্রকল্পের কাজ শুরু করেছিলেন ইংল্যান্ডের লিডসের বিখ্যাত ক্লেল্টন সন এন্ড কোম্পানি)।

19.পৃথিবীর বৃহত্তম অভিধান কোনটি?
(A) মার্কিন অভিধান
(B) ব্রিটিশ অভিধান
(C) আয়ারল্যান্ডের অভিধান
(D) জার্মান অভিধান

Ans- (D) জার্মান অভিধান
(জার্মান অভিধানের নাম “ডুডেন” যার অর্থ হল “ইনশাআল্লাহ”।
* জার্মান ভাষায় “Inschallah”- লেখা আছে।আর শব্দটির অর্থ লেখা আছে “Wenn Allah Will” যার অর্থ হলো আল্লাহ যদি চান।
* এই অভিধানটি প্রকাশিত হয় 1880 সালে)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.