বিজ্ঞান জিকে – পরিমাপ ও একক

31.নিচের কোনটি ক্ষমতার (Power) SI একক?
A. ওয়াট
B. জুল
C. ওয়াট/সেকেন্ড
D. জুল-সেকেন্ড

Ans-A. ওয়াট

32.নিচের কোনটি স্কেলার রাশি?
A. ক্ষমতা
B. ইলেক্ট্রিক ফিল্ড
C. ম্যাগনেটিক মোমেন্টাম
D. গড় গতিবেগ

Ans-A. ক্ষমতা

33.নিচের কোনটি স্কেলার রাশি?
A. ইলেক্ট্রিক কারেন্ট
B. ইলেকট্রিক ফিল্ড
C. ত্বরণ
D. রেখিক ভরবেগ

Ans-A. ইলেক্ট্রিক কারেন্ট

34.নক্ষত্রদের দূরত্ব মাপা হয় নিচের কোন এককের সাহায্যে?
A. গ্যালাক্টিক একক
B. সেলার মাইল
C. কসমিক কিলোমিটার
D. আলোকবর্ষ

Ans-D. আলোকবর্ষ (Light year)

35.নক্ষত্র এবং গ্যালাক্সি এর ভর  মাপা হয় কোন এককের সাহায্যে?
A. Neutron mass
B. Earth,s mass
C. Solar mass
D. Lunar mass

Ans-C. Solar mass (সৌর ভর)

36.নিচের কোনটির সাহায্যে চাপ পরিমাপ করা হয়?
A. ব্যারোমিটার
B. এনিমোমিটার
C. থার্মোমিটার
D. হাইগ্রোমিটার

Ans-A. ব্যারোমিটার

37.পাস্কাল কিসের একক?
A. ভর
B. ওজন
C. চাপ
D. ঘনত্ব

Ans-C. চাপ

38.সেফটি রেজার কে আবিষ্কার করেছিলেন?
A. স্টিভ চের
B. লার স্ট্রাউস
C. জিলেট
D. স্টিভ জব

Ans-C. জিলেট

39.কোন ব্যক্তি চাঁদে লাফ দিয়ে পৃথিবীর চেয়ে বেশি উচ্চতায় উঠতে পারে কারন-
A. চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর চেয়ে বেশি
B. চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর চেয়ে কম
C. চাঁদের পৃষ্ঠ পৃথিবীর চেয়ে বেশি রুক্ষ
D. চাঁদের কোন বায়ুমন্ডল নেই

Ans-B. চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর চেয়ে কম

40.কোন ব্যক্তি একটি নিদির্ষ্ট পথের অর্ধেক V১ গতিবেগে এবং দ্বিতীয় অর্ধেক V২ গতিবেগে পৌঁছল। সমস্ত পথ যেতে ওই ব্যক্তির গড় গতিবেগ কতছিল?
A. V1+V2/2
B. V1V2/2
C. V1V2/V1+V2
D. 2V1V2/V1+V2

Ans-D. 2V1V2/V1+V2

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.