পঞ্চায়েত নির্বাচন জিততে নয়া ফর্মুলা রাজ্য বিজেপির ৷

২০১৯ সালের লোকসভা ভোটের আগে রাজ্যে আর কয়েক মাসের মধ্যেই  অনুষ্ঠিত হতে চলা পঞ্চায়েত নির্বাচনই যে রাজ্য তথা কেন্দ্রীয় বিজেপির পাখির চোখ সেকথা রাজ্য বিজেপি বার বার জানিয়েছে ৷ আর এই পঞ্চায়েত নির্বাচনে জিততে হলে যে বুথ স্তরে সংগঠন মজবুত করতে হবে সেকথা রাজ্য বিজেপি ভালোভাবেই জানে ৷ আর সেকাজটি দিলীপ ঘোষ ও মুকুল রায়েরা নিরন্তর চালিয়ে যাচ্ছেন তাতে কোন সন্দেহ নেই ৷ কিন্তু তাতেও ঠিক যতটা কাজ হওয়ার ততটা হয়ে উঠছে না ৷ তাই এবার বুথ স্তরে জন সংযোগ বাড়াতে নতুন ফর্মুলা নিতে চলেছে রাজ্য বিজেপি ৷

কিন্তু কি সেই ফর্মুলা ? বিজেপি সূত্রে খবর বুথ স্তরে কর্মীদের উজ্জীবিত করতে এবং জনসংযোগ বাড়াতে তারা এবার FM রেডিয় স্টেশন খুলতে চলেছে ৷ এই এফএম রেডিয়র মাধ্যমে তারা রাজ্যের প্রত্যন্ত এলাকায় প্রচার চালাবে ৷

এব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন আমরা চেষ্টা চালাচ্ছি একটি FM রেডিয় স্টেশন খোলার কারন টিভি লোকে সবসময় দেখে উঠতে পারে না কিন্তু রেডিয় বেশিরভাগ সময়ই শোনে ৷ তাই আমাদের এই ফর্মুলা ৷

সাম্প্রতিক কালে বিভিন্ন উপনির্বাচনে যেভাবে বিজেপির ভোট বৃদ্ধি পেয়েছে এবং সিপিএমকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তাতে পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করতে পারলে সেটা যে ২০১৯ সালের লোকসভা উপনির্বাচনের জন্য টনিকের কাজ করবে তা বলাই বাহুল্য ৷

তবে এফএম স্টেশনের থেকে প্রচার চালিয়ে কতটা সাফল্য পাওয়া যাবে সেব্যাপারে রাজ্য বিজেপির অন্দরেই বিভিন্ন মত রয়েছে ৷ কিন্তু তারা এটাও বলছেন পঞ্চায়েত ভোট জিততে আমরা চেষ্টার কোন ত্রূটি রাখবো না ৷ পঞ্চায়েতে জিতে আমরা ২০১৯ সালে শাসক দলকে কড়া টক্কর দিতে চাই তারপর ২০২২ সালে রাজ্য থেকে তৃণমূল সরকারকে উৎখাত করে পরিবর্তনের পরিবর্তন আনব ৷