“শিল্প সম্মেলনের” নামে সার্কাস চলছে নিউটাউনেː- দিলীপ ঘোষ ৷

দুদিন ধরে একটা সার্কাস চলছে নিউটাউনে , “বিশ্ববঙ্গ সম্মেলনকে” আজ এই ভাষাতেই আক্রমণ করলেন  বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ তিনি বলেন রাজ্যে  শিল্প সম্মেলনের নামে প্রতি বছরের মত এবছরও পিকনিক করছেন দিদি আর দিদির ভাইয়েরা ৷ দেশ বিদেশের তাবড় তাবড় শিল্পপতিদের ডেকে এনে উনি আসলে শিল্প সম্মেলনের নামে রাজ্যের কোষাগারের টাকা ধ্বংস করছেন ৷ তিনি আরো বলেন গত পাঁচ বছর ধরে একই ভাবে এই সম্মেলন করে চলেছেন কিন্তু এখনো পর্যন্ত কোন শিল্পপতি রাজ্যে কোন ইন্ডাস্ট্রি  বা বিনিয়োগ করেননি ৷ শিল্পপতিরা আসলে প্রতিবছর দিদিমনিকে টুপি পরিয়ে চলে যান কিন্তু দিদি আর দিদির ভাইয়েরা তা বুঝতেও পারেননা ৷ আজ নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী সন্দীপ ব্যানার্জির হয়ে ভোটের প্রচারকালে এক জনসভায় এভাবেই তৃণমূল সরকারকে আক্রমণ করেন দিলীপ ঘোষ ৷

তিনি বলেন দিদিমনি বলছেন রাজ্যে নাকি  ১২লক্ষ কোটি টাকা বিনিয়োগ হবে ! আমি গ্যারান্টি দিয়ে বলছি ১২০০০ কোটি টাকাও বিনিয়োগ হবে না ৷ এসবই আসলে ভাওতাবাজি ৷ দিদিমনিকে আসলে কোন শিল্পপতিই বিশ্বাস করেন না ৷ দিদির ভাইয়েরাই  ওনাকে বিশ্বাস করেন না তো শিল্পপতিরা কি করে বিশ্বাস করবেন ! তিনি আরো বলেন এখনো পর্যন্ত উনি শিল্প আনতে লন্ডন, সিঙ্গাপুর , জার্মানিসহ অনেক দেশ ভ্রমণ করেছেন কিন্তু রাজ্যে একটি শিল্পও আসেনি ৷ দিদি আসলে ওয়েস্ট বেঙ্গল কে এখন  waste (বাতিল) বেঙ্গলে পরিণত করেছেন ৷

উপনির্বাচন প্রসঙ্গে তিনি বলেন উপনির্বাচনকে সুষ্ঠভাবে করতে দিন তাহলে  দুটি কেন্দ্রেই বিজেপি জিতবে ৷ দিদির ভাইয়েরা ভোটারদের ভয় দেখিয়ে ভোটার কার্ড কেড়ে নিয়ে সুষ্ঠভাবে ভোট করতে দেয়না ৷ দিদি নিশ্চত করুন যে এখানে ফেয়ার ইলেকশন হবে তাহলে আমরাও কেন্দ্রীয় বাহিনী চাইব না ৷ কিন্তু আমি জানি দিদির সেই সৎসাহস নেই ৷ রাজ্যে একটাও ফেয়ার  ইলেক্শন হয় না ৷ নোয়াপাড়া এবং উলুবেড়িয়া এই দুটি কেন্দ্রে সুষ্ঠভাবে নির্বাচন হলে দিদি টের পাবেন কত ধানে কত চাল ৷

নিয়মিত খবর পড়তে এখানে ক্লিক করে লাইক করুন আমাদের ফেসবুক পেজ ৷