হাতের কাছে জেতার সুযোগ পেয়েও ৭২ রানে হারলো টিম ইন্ডিয়া I

https://pbs.twimg.com/media/DTAwhLhVwAABlG5.jpg
ছবি টুইটারের সৌজন্যে

 

ছবি টুইটারের সৌজন্যে

হাতের কাছে জেতার সুবর্ণ সুযোগ পেয়েও তা হাতছাড়া করলো টিম ইন্ডিয়া I জয়ের জন্য দরকার ছিল মাত্র ২০৯ রান কিন্তু তাই করতে পারলো না উল্টে ৭২ রানের  শোচনীয় হার হজম করতে হল I দ্বিতীয় ইনিংসে সাউথ আফ্রিকাকে মাত্র ১৩০ রানে অল আউট করে বোলাররা তাদের কাজটা ঠিক ভাবে করলেও শেষ রক্ষা করতে পারল না ব্যাটসম্যানরা I গতকাল বৃষ্টির কারণে খেলা শুরু করতে না পারলেও আজ শুরু হয় খেলা I সাউথ আফ্রিকার কোন প্লেয়ারই এদিন তেমন রান করতে পারেননি I এদিন দ্বিতীয় ইনিংসে সাউথ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ রান করেন  ডেন এলগার (৫৪) এবং এইডেন মার্ক্রম দ্বিতীয় সর্বোচ্চ রান (৪৩) করেন I তারপর একের পর এক উইকেট হারিয়ে ১৩০ রানে থেমে যায় সাউথ আফ্রিকার দ্বিতীয় ইনিংস I

জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আফ্রিকার বোলারদের সামনে এদিন নতজানু হতে দেখা যায় ভারতীয় ব্যাটসম্যানদেরও I দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে শুরু করে ভারতীয় দল I মাত্র ৩০ রানের মাথায় ২০ বলে  ১৬ রান করে আউট হন শিখর ধাওয়ান I এরপর ৮.৫ ওভারের সময় আউট হন মুরলি বিজয় (১৩) I এর পর বিরাটকে নিয়ে আশা দেখতে শুরু করে ভারতীয় ক্রিকেট ভক্তরা কিন্তু তিনিও মাত্র ২৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান I শেষের দিকে অশ্বিন কিছুটা সামাল দেয়ার চেষ্টা করে তিনিও ৩৭ রানে আউট হন এবং এরপর  মাত্র ১৩৫ রান করেই অল আউট হয় টিম ইন্ডিয়া I

ফুল স্কোর :

সাউথ আফ্রিকা প্রথম ইনিংস -২৮৬ রান অল আউট I

সাউথ আফ্রিকা ২য় ইনিংস ১৩০ রান অল আউট I

ভারত প্রথম ইনিংস ২০৯ রান অল আউট এবং দ্বিতীয় ইনিংস ১০২ রান ৭ উইকেট I

দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের উইকেটের পতন ১.শিখর ধাওয়ান ৩০/১ (৭.৫ওভার )

২.মুরলি বিজয় ৩০/২ (৮.৫ ওভার ), ৩.চেতেশ্বর পূজারা ৩৯/৩ (১২.২ ওভার ), ৪.বিরাট কোহলি ৭১/৪ (২১.৪ ওভার ), ৫.রোহিত শর্মা ৭৬/৫ (২৩.২ ওভার), ৬.হার্দিক পান্ডিয়া ৭৭/৬ (২৪.১ ওভার ),৭.ঋদ্ধিমান সাহা ৮২/৭ (২৯ ওভার), ৮.রবিচন্দ্রন অশ্বিন ১৩১/৮(৪২.১), ৯.সামি ১৩৫/৯(৪২.৩), ১০.বুমরাহ ১৩৫/১০ (৪২.৪) I