রেলের Group-D বিগত বছরের প্রশ্ন (পার্ট -২)
Spread the love
রেলের গ্রূপ ডি প্রশ্ন ও উত্তর পার্ট -১ |
51. ভারত টেনিস প্রথমবার স্বর্ণ পদক জেতে-
A. কমনওয়েলথ গেমস
B. সাফ (SAF) গেমসে
C. অলিম্পিকে
D. এশিয়ান গেমসে
52. হরি প্রসাদ চৌরাসিয়া নিচের কোন যন্ত্রীটির সাথে যুক্ত?
A. বেহালা
B. সেতার
C. বাঁশি
D. কোনটিই নয়
53. তানসেন কার রাজসভায় গান গাইতেন?
A. জাহাঙ্গীর
B. আকবর
C. চন্দ্রগুপ্ত মৌর্য
D. গিয়াসুদ্দিন বলবন
54. ‘সারে যাহা সে আচ্ছা’ গানটির রচয়িতা?
A. রবীন্দ্রনাথ ঠাকুর
B. মির্জা গালিব
C. মহম্মদ ইকবাল
D. বঙ্কিমচন্দ্র
55. কথাকলি নৃত্য কোন রাজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত ?
A. বিহার
B. ওড়িষ্যা
C. কেরালা
D. আসাম
56. মির্জা গালিব কিসের জন্য বিখ্যাত?
A. ধর্মীয় সংগীত
B. নাটক
C. গজল
D. দাস্তানস
57. বুদ্ধ চরিতের রচয়িতা কে?
A. অশ্বঘোষ
B. কালিদাস
C. ভাস
D. বিশাল দত্ত
58. পরশুরাম কার ছদ্দনাম ?
A. সমরেশ বসু
B. গৌরাঙ্গ প্রসাদ বসু
C. গিরীন্দ্র শেখর বসু
D. রাজশেখর বসু
59. ‘গীত গোবিন্দ’ এর লেখক কে?
A. বিদ্যাপতি
B. অশ্বঘোষ
C. জয়দেব
D. মীরাবাঈ
60. পাটলিপুত্র কোথাকার রাজধানী ছিল?
A. অঙ্গ
B. বঙ্গ
C. গান্ধার
D. মগধ
Categories: RRB GK
[…] রেলের Group-D বিগত বছরের প্রশ্ন (পার্ট -২) […]
notify me of new posts