সিনেমা বিষয়ক কারেন্ট অ্যাফেয়ার (জিকে) ২০১৮

07. এবছর ৬৫ তম জাতীয় চলচিত্র পুরস্কারে  কোন অভিনেতাকে সেরা অভিনেতার সম্মান  প্রদান করা হয়েছে?
A. অক্ষয় কুমার
B. রাজকুমার রাও
C. ঋদ্ধি সেন
D. জয়রাজ

Ans-C. ঋদ্ধি সেন (নগর কীর্তন সিনেমার জন্য এটি একটি বাংলা সিনেমা )

08. এবছর কোন সিনেমাটি সেরা সিনেমার সম্মান পেয়েছে জাতীয় চলচিত্র পুরস্কার অনুষ্ঠানে?
A. ভিলেজ রকস্টার
B. বাহুবলি
C. টয়লেট
D. নগর কীর্তন
Ans-A. ভিলেজ রকস্টার (এটি একটি আসামি সিনেমা )

09. জাতীয় চলচিত্র পুরস্কার ২০১৮ তে কোন ফিল্মটি সেরা লোকপ্রিয় সিনেমার পুরস্কার জিতেছে ?
A. ভিলেজ রকস্টার
B. বাহুবলিː The Conclusion
C. টয়লেট
D. নগর কীর্তন
Ans-B. বাহুবলিː The Conclusion

10. ভারতীয় সিনেমা জগতের সর্বোচ্চ পুরস্কার কোনটি ?
A. ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড
B. দাদা সাহেব ফালকে পুরস্কার
C. ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড
D. গিল্ড ফিল্ম অ্যাওয়ার্ড

Ans- B. দাদা সাহেব ফালকে পুরস্কার ( এটি দেওয়া হয় ভারতের প্রথম সিনেমা পরিচালক দাদা সাহেব ফালকের নামে।

11. কোন বছর থেকে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া শুরু হয়?
A. ১৯৬২
B. ১৯৫২
C. ১৯৬৯
D. ১৯৫৯
Ans-C. ১৯৬৯ সাল থেকে

12. জাতীয় চলচিত্র পুরস্কার অনুষ্ঠানে সেরা পরিচালকের সম্মান কাকে প্রদান করা হয়েছে?
A. জয়রাজ কে
B. ফাহাদ ফাজিল কে
C. ভনিতা দাস
D. সিনজার
Ans-জয়রাজ কে (‘Bhayanakam’ সিনেমার জন্য। এটি একটি মালয়ালম সিনেমা )

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.