এশিয়ান গেমস ২০১৮ সম্বন্ধীয় প্রশ্ন ও উত্তর

GK About Asian Games 2018

 Daily Current Affairs Quiz Monthly Current Affairs Quiz

1. অলিম্পিক এর পর সবচেয়ে বড় মাল্টি স্পোর্টস প্রতিযোগিতা কোনটি?
A. এশিয়ান গেমস
B. ইউরোপিয়ান গেমস
C. কমনওয়েলথ গেমস
D. সাউথ এশিয়ান গেমস

Ans- A. এশিয়ান গেমস

2. এবছর এশিয়ান গেমস এর Motto (নীতি বাক্য) কি ছিল?
A. Energy of sports
B. Power of Asia
C. Energy of Asia
D. Power of Sports
Ans-C. Energy of Asia

3. এশিয়ান গেমস ২০১৮ কবে অনুষ্ঠিত হয়েছে?
A. ১৮ ই আগস্ট থেকে ৩০ আগস্ট
B. ১৮ ই আগস্ট থেকে ২ অক্টোবর
C. ২ ই আগস্ট থেকে ৩০ আগস্ট
D. ১৫ ই আগস্ট থেকে ৩০ আগস্ট
Ans-B. ১৮ ই আগস্ট থেকে ২ অক্টোবর

4. এশিয়ান গেমস ২০১৮ কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?
A. মালয়েশিয়া
B. ইন্দোনেশিয়া
C. মালদ্বীপ
D. সিঙ্গাপুর

Ans- B. ইন্দোনেশিয়া (ইন্দোনেশিয়ার জাকার্তা ও পালেমবাং শহরে)

5. ২০১৮ সালের এশিয়ান গেমস এ  মোট কত গুলি দেশ অংশ গ্রহণ করেছে?
A. ৩৫ টি
B. ৩৮ টি
C. ৪৫ টি
D. ৪২ টি
Ans-C. ৪৫ টি

6. এবছর এশিয়ান গেমস এর Mascot (ম্যাসকট) কি ছিল?
A. Bhin Bhin
B. kaka
C. Atung
D. উপরের সবগুলিই
Ans-D. উপরের সবগুলিই

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.