Current Affairs of the Day: 12 September 2019

Daily Current Affairs Questions and Answers 12 September in Bengali. Top current affairs of the day: 12 September 2019 in Bangla. 

1. 2019 সালের US Open খেতাব কে জিতলেন?
(A) রাফায়েল নাদাল
(B) ড্যানিয়েল মেদভেদেভ
(C) রজার ফেডেরার
(D) জোকোভিচ

Ans- (A) রাফায়েল নাদাল (স্পেনের অধিবাসী রাফায়েল নাদাল তার জীবনের ১৯ তম গ্রান্ড স্ল্যাম জিতলেন। ইনি রাশিয়ার খেলোয়ার ড্যানিয়েল মেদভেদেভ কে হারিয়ে এবছর এই খেতাব জেতেন। সুইজারল্যান্ডের অধিবাসী রজার ফেডেরার ২০ টি গ্রান্ড স্ল্যাম জিতে শীর্ষে রয়েছেন।

2. কোন ভারতীয় সংস্থা “MID-MONSOON 2019 LIGHTNING REPORT” নামক একটি প্রতিবেদন প্রকাশ করেছে?
(A) SBI
(B) RBI
(C) IMD
(D) ISTO
Ans- (C) IMD (IMD – Indian Mertrological depertment. এটি প্রতিষ্ঠিত হয় ১৮৭৫ সালে।
এটি Ministry of Earth Science এর অধীনে কাজ করে।

3. সম্প্রতি WHO কোন দেশকে Avian Influenza (H5N1) থেকে মুক্ত দেশ বলে ঘোষণা করেছে?
(A) কাজাকিস্তান
(B) আফগানিস্তান
(C) শ্রীলংকা
(D) ভারত
Ans- (D) ভারত

4. World Suicide Prevention Day কবে পালিত হয়?
(A) ৬ ই সেপ্টেম্বর
(B) ১০ই সেপ্টেম্বর
(C) ৮ ই সেপ্টেম্বর
(D) ৭ ই সেপ্টেম্বর
Ans- (B) ১০ই সেপ্টেম্বর

5. নিচের কোন শহরটি Knight Frank Co-Living Index across Asia Pacific এ শীর্ষ Rank করেছে?
(A) দিল্লি
(B) ঢাকা
(C) বেইজিং
(D) টোকিও
Ans- (C) বেইজিং

6. ভারতের প্রথম “হেলিকপ্টার শিখর সম্মেলন” কোথায় অনুষ্ঠিত হল?
(A) দিল্লি
(B) মুম্বই
(C) দেরাদুন
(D) সিমলা
Ans- (C) দেরাদুন (Ministry of Civil Aviation organised India,s first ever Helicopter summit 2019 in Dehradun.

7. সেপ্টেম্বর ২০১৯ এ কোন ব্যাঙ্ক Aadhar Enabled Payment System services চালু করেছে?
(A) Airtel payment Bank
(B) Paytm Payment Bank
(C) Fino Payments Bank
(D) India Post payment Bank
Ans-(D) India Post payment Bank( এটি একটি সরকারি সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয় ২০১৮ সালের ১লা সেপ্টেম্বর। এটির সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত। বর্তমানে এর CEO ও MD রয়েছেন সুরেশ শেঠি

8. 40 তম সরলা (Sarala) পুরস্কার ২০১৯ কে পাচ্ছেন?
(A) প্রদীপ দাস
(B) সঞ্জয় ভাস্কর
(C) রবি দুবে
(D) অজয় মোহন
Ans- (A) প্রদীপ দাস (ইনি উড়িষ্যার একজন প্রসিদ্ধ লেখক ও কবি। তার কাব্যগ্রন্থ “চারু দিশার” এর জন্য তিনি এই পুরস্কার পাচ্ছেন।

9. এশীয় উন্নয়ন ব্যাংক (The Asian Development Bank) এবং ভারত সরকার কোন রাজ্যে গ্রামীণ শহর গুলিকে উন্নীত করতে 200 কোটি ডলারে চুক্তি স্বাক্ষর করেছে?
(A) রাজস্থান
(B) মধ্যপ্রদেশ
(C) মহারাষ্ট্র
(D) কোচি
Ans- (C) মহারাষ্ট্র

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.