কারেন্ট অ্যাফেয়ার্স জিকে ২০১৮

19. এবছর ফিফা ওয়ার্ল্ডকাপ কোনদেশ জিতেছে?
A. জার্মানি
B. পোল্যান্ড
C. ফ্রান্স
D. ক্রোয়েশিয়া

Ans-C. ফ্রান্স (৪-২ গোলে। ফ্রান্স এইবার দিয়ে মোট দুবার ফিফা বিশ্বকাপ জেতার খেতাব অর্জন করল। )

20. এবছর ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে ?
A. রাশিয়া
B. চীন
C. দক্ষিণ কোরিয়া
D. ভেনেজুয়েলা
Ans-A. রাশিয়া

21. FIFA কতসালে গঠিত হয়?
A. ১৯০৪ সালে
B. ১৯৩০ সালে
C. ১৯১৩ সালে
D. ১৯২৫ সালে
Ans-A. ১৯০৪ সালে

22. প্রথম ফিফা ফুটবল বিশ্বকাপ কতসালে অনুষ্ঠিত হয়?
A. ১৯১৩ সালে
B. ১৯২৫ সালে
C. ১৯২০ সালে
D. ১৯৩০ সালে
Ans-D. ১৯৩০ সালে

23. প্রথম ফিফা ফুটবল বিশ্বকাপ কোন দেশ জিতেছিল?
A. জার্মানি
B. উরুগুয়ে
C. ব্রাজিল
D. আর্জেন্টিনা
Ans-B. উরুগুয়ে ( আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছিল উরুগুয়ে। )

24. প্রথম ফিফা বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল?
A. আর্জেন্টিনা
B. ব্রাজিল
C. উরুগুয়ে
D. প্যারাগুয়ে
Ans-C. উরুগুয়ে

কারেন্ট অ্যাফেয়ার্স জিকে ২০১৯

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.