কারেন্ট অ্যাফেয়ার্স জিকে ২০১৮

13. 2018 সালে কমনওয়েলথ গেম্স্ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
A. ইংল্যান্ড
B. অস্ট্রেলিয়া
C. কানাডা
D. চীন

Ans- B. অস্ট্রেলিয়া ( অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট শহরে অনুষ্ঠিত হয়েছিল

14. কমনওয়েলথ গেম্স্ প্রথম কবে অনুষ্ঠিত হয়েছিল?
A. ১৯২৫ সালে
B. ১৯৩০ সালে
C. ১৯৩২ সালে
D. ১৯৩৫ সালে
Ans-B. ১৯৩০ সালে ( কানাডার হ্যামিলটন শহরে)

15. পরবর্তী কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
A. বার্মিংহাম
B. সিডনি
C. হংকং
D. টোকিও
Ans-A. বার্মিংহাম ( পরবর্তী কমনওয়েলথ গেমস ২০২২ সালে ইংল্যান্ডের বার্মিংহাম শহরে অনুষ্ঠটিতে হবে

16. এবছর কমনওয়েলথ গেমসে সবচেয়ে বেশি পদক জিতেছে কোন দেশ?
A. ভারত
B. কানাডা
C. চীন
D. অস্ট্রেলিয়া
Ans- D. অস্ট্রেলিয়া ৮০ টি গোল্ড মেডেল সহ মোট ১৯৬ টি পুরস্কার জিতেছে। ( ভারত এবছর পদক জয়ী তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছে। ভারত ২৬ টি গোল্ড মেডেল সোহো মোট ৬৬ টি পুরস্কার জিতেছে। ১৩৬ টি পদক নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে ইংল্যান্ড।

17. কমনওয়েলথ গেমসে নিচের কোন ভারতীয় মাত্র ১৫ বছর বয়সে ২৫ মিটার রেপিড ফায়ার পিস্তলে গোল্ড মেডেল জিতে ভারতের সবচেয়ে কম বয়সী শুটার হওয়ার নজির সৃষ্টি করেছেন?
A. তেজস্বীনি সাওয়ান্ত
B. অনিশ ভানওয়ালা
C. সঞ্জীব রাজপুত
D. সুমিত মালিক

Ans-B. অনিশ ভানওয়ালা

18. সুমিত মালিক কোন খেলার সাথে যুক্ত?
A. কুস্তি
B. ব্যাডমিন্টন
C. হকি
D. শুটার
Ans-A. কুস্তি ( ইনি এবছর কমন ওয়েলথ গেমসে স্বর্ণ পদক জিতেছেন.

Current Affairs GK 2019 in Bengali

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.