কারেন্ট অ্যাফেয়ার্স জিকে ২০১৮

61. বিশ্ব পরিবেশ দিবস সম্মেলন ২০১৮ কোন দেশে হবে?
A. ভারত
B.অস্ট্রেলিয়া
C. আমেরিকা
D. ইংল্যান্ড

Ans- A. ভারত

62. দ্বিতীয় বারের জন্য নেপালের প্রধানমন্ত্রী কে হয়েছেন?
A. কে.পি শর্মা অলি
B. কেশব ভারতী
C. বিন্ধ্য বান্দারাই
D. কেউই নন
Ans-A. কে.পি শর্মা অলি

63. নেপালের বর্তমান রাষ্ট্রপতির নাম কি?
A. কে.পি শর্মা অলি
B. কেশব ভারতী
C. বিন্ধ্য বান্দারাই
D. বিদ্যা ভান্ডারী
Ans-D. বিদ্যা ভান্ডারী ( ইনি নেপালের প্রথম মহিলা রাষ্ট্রপতি)

64. “Watchdog Transparency International” এর হিসাবে দুর্নীতি সূচকে ১৮০ টি দেশের মধ্যে ভারতের স্থান কততম?
A. ১০১
B. ৮১
C. ৭৬
D. ৯৭

Ans- B. ৮১

65. “Lamitye” ভারত ও ——– এর মধ্যে অনুষ্ঠিত সেনা মহড়া।
A. মায়ানমার
B. ইন্দোনেশিয়া
C. লাওস
D. সিসিলিস
Ans-D. সিসিলিস

66. এবছর(২০১৮) ১১ মার্চ আন্তর্জাতিক সৌর এলায়েন্স (International Solar Alliance) কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?
A. ভারত
B. পাকিস্তান
C. নেপাল
D. চীন
Ans-A. ভারত

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.